Skip to content

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীতে বছরের শেষে বদলে যাবে ৫ রাশির জীবন!

নিজস্ব সংবাদদাতা : বাবা ভাঙ্গা, যিনি বুলগেরিয়ার একজন বিখ্যাত ভবিষ্যৎদ্রষ্টা ছিলেন, তার করা কিছু ভবিষ্যদ্বাণী ২০২৫ সালের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। এর মধ্যে রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ, ভয়াবহ ভূমিকম্প, এবং কিছু দেশে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস। এছাড়াও, তিনি কিছু রাশির জাতকদের জন্য সৌভাগ্য এবং অর্থাগমের কথাও বলেছিলেন। ‘নস্ট্রাদামুস অফ বালকান’ হিসাবে পরিচিত বাবা ভাঙ্গার দৃষ্টি শক্তি এক বিপর্যয়ের জেরে হারিয়ে যায়। তবে ভবিষ্যদ্রষ্টা হিসাবে বাবা ভাঙ্গার নাম বিভিন্ন আলোচনায় উঠে আসে প্রায়সই। দাবি করা হয়, তাঁর বহু ভবিষ্যদ্বাণী এর আগে সত্যি হয়েছে। ২০২৫ সাল নিয়ে বাবা ভাঙ্গার একাধিক ভবিষ্যদ্বাণী রয়েছে। উঠেছে যুদ্ধের প্রসঙ্গও। চলতি বছরের আগামী পাঁচ মাসের সেই ভবিষ্যদ্বাণী করেছেন বাবা ভাঙ্গা। আপনিও কি এবছর সৌভাগ্যের শীর্ষে থাকবেন, জেনে নেওয়া যাক-

মেষ |Aries

মেষ : ২০২৫ সাল মেষ রাশির জন্য জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো বছর হতে চলেছে । এই রাশির মানুষদের আর্থিক সমৃদ্ধির স্বপ্ন আর অধরা থাকবে না। যে কোনও ক্ষেত্রে সাফল্যের বড় যোগ পেতে পারেন। বছর জুড়ে টাকায় ভাসবে জীবন। আগামী পাঁচ মাসেও আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন, বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে।

Puzzle Zodiac - Gemini, 250 pieces
মিথুন | Gemini

মিথুন : ২০২৫ সালে মিথুন রাশির জাতক-জাতিকাদের আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। অবিশ্বাস্যভাবে অনেক দিনের স্বপ্নপূরণ হবে। কোনও নতুন কাজ শুরু করতে পারেন। বিনিয়োগের বড় সুযোগ পাবেন। ব্যবসায়ীরা বড়সড় লাভের মুখ দেখবেন। ব্যবসায়ে পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটবে। সংসারে অর্থ সংকট মিটবে। পেশাগত জীবনে বড় উন্নতির যোগ রয়েছে। আয়-ব্যয়ের সামঞ্জস্য রেখে সঞ্চয় করতে পারবেন। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে।

Zodiac Cancer Crab - Etsy
কর্কট | Cancer

কর্কট : ২০২৫ সালে কর্কট রাশির জাতক-জাতিকাদের জীবনে অনেক অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে । কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন। আচমক বড়সড় আর্থিক লাভ হতে পারে। যে কোনও কাজে হাত দিলেই সাফল্য অবধারিত। পেশাগত জীবনে নতুন আয়ের উৎস খুঁজে পেতে পারেন। বড় কোনও ব্যবসায়ে লগ্নি করতে পারেন। সামাজিক সম্পর্ক দৃঢ় করবে।

Virgo Compatibility: How The Star Sign Gets Along With Each Zodiac - Parade
কন্যা | Virgo

কন্যা : চলতি বছরে কন্যা রাশির জীবনে বড় বদল আসতে চলেছে। সমাজে মান-যশ বাড়বে। পূর্বের কোনও বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে। সব বাধা কেটে ভাগ্য থাকবে সহায়। বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী বলছে, সাহস করে যে কোনও কাজে এগিয়ে যান। এই বছরটা আপনার! আর্থিক পরিস্থিতির উন্নতি করে ভবিষ্যৎ নিশ্চিত করার সুবর্ণ সুযোগ পাবেন।

Aquarius Zodiac Vector Art, Icons, and Graphics for Free Download
কুম্ভ | Aquarius

কুম্ভ : বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনুসারে, ২০২৫ সাল কুম্ভ রাশির জন্য লাভজনক হতে চলেছে। নতুন বছরের পেশাগত জীবনে সাফল্য পেতে পারেন এই রাশির অধিকারীরা। চারপাশে ইতিবাচক পরিবেশ থাকবে। জীবনে অনেক স্বপ্ন পূরণের সুযোগ আসবে। শনির কৃপায় ভাগ্য থাকবে সহায়। পুরনো ঋণ শোধ করতে পারবেন। লটারির টিকিট কাটলে বাম্পার লাভ হতে পারে।

Latest