Skip to content

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগে নয়াদিল্লি!

নিজস্ব সংবাদদাতা : সকাল ১০টায় সংসদে অ্যানেক্স ভবনে বৈঠক শুরু। বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদেশমন্ত্রী । গোটা পরিস্থিতি ব্যাখ্যা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। বাংলাদেশ ছেড়ে ভারতে এসে গাজিয়াবাদের সেফ হাউসে শেখ হাসিনা । বিদেশমন্ত্রী এস জয়শংকরের নেতৃত্বে ওই বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কিরেণ রিজিজু। এছাড়া বৈঠকে উপস্থিত রয়েছেন রাহুল গান্ধী, সুদীপ বন্দ্যোপাধ্যায়রাও।

গোটা পরিস্থিতি ব্যাখ্যা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের

প্রথম নিরাপত্তা হিসাবে বিএসএফ কাজ করলেও, অতিরিক্ত নিরাপত্তা হিসেবে সোমবার রাতে ফুলবাড়ি সীমান্তে নামানো হয় সেনা । প্রথম ধাপে দু-কোম্পানি সেনা নামানো হয়েছে বলে জানা গিয়েছে ।

Latest