নিজস্ব সংবাদদাতা : আসছে জি বাংলার উদ্যোগে নতুন শো সারেগামাপা লেজেন্ডস। সেখানে সমস্যা ভারতীয় সঙ্গীতশিল্পীদের শ্রদ্ধা জানানো হবে। এই শোয়ের সঞ্চালনা করবেন অনির্বাণ ভট্টাচার্য। এই শোতে পশ্চিমবঙ্গ তো বটেই, সঙ্গে মুম্বই এবং বাংলাদেশের একাধিক শিল্পীদের গান শুনতে পারবেন দর্শকরা।অভিনয় এবং পরিচালনার পাশাপাশি অনির্বাণ ভট্টাচার্য একজন সু-গায়কও বটে, এ কথা অজানা নয় কারওর । এর আগে তিনি প্লে-ব্যাকও করেছেন । 'শাহজাহান রিজেন্সি' ছবিতে তাঁর কণ্ঠে 'কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া' মানুষ ভালোবেসেছে । এ ছাড়াও 'ড্রাকুলা স্যার' ছবিতে 'প্রিয়তমা' গানটি তাঁর কণ্ঠে । 'বল্লভপুরের রূপকথা' ছবিতে 'সাজো সাজাও' গানটির নয়া ভার্সনে দেবরাজ ভট্টাচার্যের সঙ্গে গলা দিয়েছেন তিনি । 'আবার বিবাহ অভিযান' ছবির টাইটেল ট্র্যাকেও রয়েছে অনির্বাণের কণ্ঠ । সুতরাং সঙ্গীতজ্ঞ নিজেকে না বললেও অনির্বাণ যে সু-গায়ক তা বলাই বাহুল্য ।প্রসঙ্গত জি বাংলাতে সারেগামাপাও আসছে, সেটার প্রথম প্রোমোতে আবির চট্টোপাধ্যায়কেই দেখা গিয়েছে। তাই অনেকের মনেই সন্দেহ উঁকি দিয়েছিল যে ব্যাপারটা কী! আসলে এই দুটো শো আলাদা। দুটো শোয়ের সঞ্চালক হয়ে আসবেন অনির্বাণ এবং আবির।