Skip to content

মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা!

1 min read

নিজস্ব সংবাদদাতা :  মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হলো ছাত্রছাত্রীদের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। শনিবার বিকেলে মেদিনীপুর কলেজিয়েট স্কুলে আয়োজিত এই সাংস্কৃতিক প্রতিযোগিতার তিনটি বিভাগের মোট ১২ টি ইভেন্টে শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করে। রবীন্দ্র আবৃত্তি, নজরুলে কবিতা আবৃত্তি, জীবনানন্দের কবিতা আবৃত্তি, সুকান্ত ভট্টাচার্যের কবিতা আবৃত্তি, রবীন্দ্র সঙ্গীত, দেশাত্মবোধ সঙ্গীত,রবীন্দ্র নৃত্য সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা হয়।

প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা হিমানী পড়িয়া। সমন্বয় সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন ইউনিট সম্পাদক তারাপদ বারিক কেন্দ্রীয় কমিটির সদস্য মৃত্যুঞ্জয় খাটুয়া, ডাঃ অরূপ কুমার দাস, অমিতাভ দাশ, দেবী প্রসাদ নন্দী,মিলন সরকার,ইউনিটের কার্যকরী কমিটির সদস্য অতনু মিত্র, ড.সুশান্ত দে, সুদীপ কুমার খাঁড়া, শংকর সেন শিল্পাশ্রী ঘোষ,দেবজিৎ জানা, সৌনক সাউ, সদস্য নারায়ণ প্রসাদ চৌধুরী সহ অন্যান্যরা। প্রতিযোগিতা সফল হওয়ায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান প্রতিযোগিতার চেয়ারম্যান ভরত কুমার রায় ও যুগ্ম আহ্বায়ক দীপেশ দে।সফল প্রতিযোগীদের আগামী ১২ ই অক্টোবর,কে ডি কলেজে অনুষ্ঠিতব্য সমন্বয় সংস্থার বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।

Latest