পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : ৬-ই জুলাই শনিবার, ঘাটাল দাসপুরের গান্ধী মিশনে AVARD (Anual Meet of Association of Voluntary Agencys for Rural Development) উদ্বোধন করেন নারায়ণ ভাই। এই জাতীয় সংস্থা, যা সারা ভারতে ৬৫০ টিরও বেশি এনজিওর সাথে দারিদ্র্য দূরীকরণ এবং সমাজের উন্নতির জন্য কাজ করে, এর বার্ষিক সভা ছিল। অনুষ্ঠানে ঘাটাল মহকুমার মহকুমা আধিকারিক শ্রী সুমন বিশ্বাস মহাশয়, গান্ধী মিশনের সভাপতি, প্রাক্তন আইএএস কেএন সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। AVART-এর সভাপতি ড. বি মিশ্র প্রমুখ। বিশেষ অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ময়না কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রশান্ত সামন্দ, নাড়াজোল কলেজের রাজশ্রী দেবনাথ পি. পণ্ডিত প্রমুখ। অনুষ্ঠানটি একটি স্বাগত অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় এবং সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়, যেখানে বাতি ঘাটালের একটি নৃত্য পরিবেশন করা হয় যার নাম 'নৃত্যপাত'। সভায় ভারতের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।