Skip to content

"ও ভাষাজননী" -– আরণ্যক বসু

1 min read

শেষ রাত ও ভোরের বৃন্তে ধীরে ধীরে ফুটে ওঠে যে আহির ভৈরবী তার কড়ি ও কোমল ছুঁয়ে থাকে বেদনা ও আশার বাংলা ভাষা।

অত্যাচারের কালশিটে ঘিরে, যে নারীর চিবুক ও চোখের জলে জেগে ওঠে প্রতিবাদের শিলালিপি, তার বিন্দুতে বিন্দুতে বাংলা ভাষা।

অমর একুশের দিন ও রাতের আবেগে-বিষাদে বুক ফাটা আর্তনাদ করবে মায়ের ভাষা বাংলা। অপমানিতার দিনলিপি মিশে যাবে ক্রোধের আগুনে।

শীত থেকে ফাল্গুন হয়ে চৈত্র-বৈশাখের দিকে ভেসে যায় যে ধিক্কার ও মিছিল-তারও মুখর ও মৌনতা বাংলা ভাষা।

ভৈরবী থেকে দীপক, পূরবী থেকে ইমন, বেহাগ থেকে দরবারীর যে সঙ্গীত বৈভব, তার উন্নত শির ঢেউ তুলবে- সমবেত নারী শক্তির উচ্ছ্বসিত তার সপ্তকে।

ও ভাষাজননী, শুনছো?

এবার একুশের কবিতা হোক-হে মোর দুর্ভাগা দেশ। এবার একুশের উচ্চারণ হোক নজরুলের অগ্নিবীণা। এবার প্রতিবাদের ভাষা হোক-চিত্ত যেথা ভয়শূন্য...

Latest