Skip to content

এল ক্লাসিকোতে ৪-৩গোলে জয় বার্সেলোনার,রিয়্যাল মাদ্রিদের হয়ে হ্যাটট্রিক এমবাপের!

নিজস্ব সংবাদদাতা : রবিবার এল ক্লাসিকোতে স্প্যানিশ লা লিগার ভাগ্য নির্ধারণী ম্যাচে বার্সার অলিম্পিক স্টেডিয়ামে নামে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা দুই দল। ঘরের মাঠে ৪-৩ গোলের ব্যবধানে রিয়ালকে হারাল বার্সেলোনা। ম্যাচ শুরুর চতুর্থ মিনিটে পেনাল্টিতে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। ১৪ মিনিটে ফের গোল করে স্কোরলাইন ২-০ করেন কিলিয়ান। এরপরই ম্যাচ যত এগোতে থাকে নিজেদের পূর্ন শক্তি দিয়ে ঝড় দেখাতে শুরু করে বার্সেলোনা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে অনবদ্য হেডারে ১৯ মিনিটে বার্সেলোনার হয়ে ব্যবধান কমান এরিক গার্সিয়া। স্পেনের তারকা ফুটবলার লামিনে ইয়ামাল ৩২ মিনিটে বার্সাকে সমতায় ফেরায়। দু-মিনিট পরেই ব্রাজিলিয়ান তারকা রাফিনহার গোলে স্কোর লাইনে এগিয়ে যায় বার্সেলোনা। ৪৫ মিনিটে সাম্বা জাদুতে ভর করে ৪-২ ব্যবধানে পৌঁছায় নূ ক্যাম্প। মাদ্রিদের হয়ে অনেক সহজ সুযোগ নষ্ট করেন ভিক্টর মুনোজে এমবাপেরা। এরপর ৬৯ মিনিটে রিয়্যাল মাদ্রিদের হয়ে এমবাপে করেন হ্যাটট্রিক। অবশেষে ৪-৩ গোলে এল ক্লাসিকো ম্যাচে জয় লাভ করে বার্সেলোনা। ফলত লা লিগাতে এল ক্লাসিকো জয়ের পর ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট পেয়ে রিয়াল মাদ্রিদের থেকে ৭ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। যা তাদের লা লিগা শিরোপার আরও কাছে নিয়ে গেছে।

Latest