Skip to content

আনন্দের সঙ্গে আছে হতাশা,৩৭ বছর পূর্ণ 'লিয়োনেল মেসি'!

নিজস্ব সংবাদদাতা : 'লিয়োনেল মেসি' কোপাতে নেতৃত্ব দিচ্ছেন দলকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তৃতীয় অধিনায়ক হিসেবে।গত বারের চ্যাম্পিয়ন হিসাবে কোপা আমেরিকা খেলছে আর্জেন্টিনা। ৩৭ বছর পূর্ণ করে ফেললেন । জন্মদিনের সময় এত বড় ফুটবলের আসর আর না-ও আসতে পারে ফুটবলার মেসির জীবনে। ১৯৮৬ সালের পর ২০২২। ৩৬ বছরের ব্যবধানে দেশকে বিশ্বকাপ দিয়েছেন মেসি। আর একটা বিশ্বকাপ এক বছর পর। মেসি সর্বোচ্চ পর্যায় খেলার মতো ফিট থাকবেন কিনা, এখনই বলা সম্ভব নয়। তাই কোপা আমেরিকার ট্রফিটা আরও এক বার তাঁর হাতে তুলে দিতে চান আর্জেন্টিনার ফুটবলারেরা। সেটাই হবে মেসির জন্মদিনের সেরা উপহার। কোপা আমেরিকায় মঙ্গলবার প্রতিপক্ষ চিলি। দলের সাফল্য অনেকটাই নির্ভর করেন প্রবীণ ফুটবলারের উপর। বিশ্বের ফুটবলপ্রেমীদের ফুটবলের মানচিত্রে কার দখলদারি বেশি, তা নিয়ে তর্ক হতে পারে। তুল্যমূল্য বিচার হতে পারে। কিন্তু সাফল্যের পরিসংখ্যানে রোনাল্ডোকে পিছনে ফেলে দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। মেসির একটা বিশ্বকাপ আছে। রোনাল্ডো এখনও সফল হননি। ফুটবল ভক্তদের প্রত্যাশার শেষ নেই। মেসি জেতাবেন, এই বিশ্বাস নিয়েই তাঁরা মাঠে যান। পেলের মতো সম্রাট বা মারাদোনার মতো রাজপুত্র নন। নিজের মুখে নিজেকে কখনও সেরা বলে দাবি করতে হয়নি। সব প্রশ্নের জবাব দেওয়ার জন্য তাঁর বাঁ পা-ই যথেষ্ট। ফুটবল ছাপিয়ে অনেক বেশি ভালবাসার, অনেক বেশি আবেগের নাম 'লিয়োনেল মেসি'।

Latest