Skip to content

অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের মেয়াদ সাত দিন বাড়ানোর আবেদন নাকচ সুপ্রিম কোর্টে !

নিজস্ব সংবাদদাতা : শীর্ষ আদালতের কাছে আবেদন করেছিলেন অন্তর্বর্তী জামিনের মেয়াদ সাত দিন বাড়ানোর জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ সেই আবেদনে ধাক্কা খেলেন ৷ সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে ৷ নির্বাচনে প্রচার করার জন্য আপ সুপ্রিমো কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ সেই নির্দেশ অনুযায়ী আগামী ২ জুন কেজরিওয়ালকে আত্মসমর্পণ করতে হবে৷ আম আদমি পার্টি সূত্রে খবর, বেশ কিছু শারীরিক পরীক্ষানিরীক্ষা করাতে হবে আপ সুপ্রিমোর। তার মধ্যে রয়েছে PET-CT স্ক্যান। মূলত ক্যানসার নির্ধারণ করার জন্যই এই পরীক্ষা করানো হয়। অন্তত সাতদিনের জন্য এই জামিনের মেয়াদ বাড়াতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। কেজিওয়াল জানিয়েছিলেন, আচমকা ওজন কমে যাওয়া এবং ক্রিয়েটিনিনের স্তর বেড়ে যাওয়ার কারণে তাঁকে সিটি স্ক্যান সহ একগুচ্ছ শারীরিক পরীক্ষা করাতে হবে৷ কেজরিওয়াল তাঁর আবেদনে জানান, তাঁর যে যে উপসর্গ রয়েছে তা থেকে হৃদযন্ত্র, কিডনির সমস্যা এমন কি ক্যানসারের আশঙ্কাও রয়েছে ৷

Latest