নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার আপার চেলিডাঙ্গার হিলভিউ পার্ক নর্থ ৪৯ নং ওয়ার্ড এলাকায়। পাঁচ দিন ধরে মৃত স্বামীর দেহ আগলে বসে রইলেন বৃদ্ধা। প্রতিবেশীদের মারফত খবর পেয়ে দেহ উদ্ধার করে পুলিশ। দম্পতি নিঃসন্তান হওয়ায় দেহ সৎকারের ব্যবস্থা করেন স্থানীয় কাউন্সিলর। হিলভিউ পার্ক নর্থ নিজেদের বাড়িতে একাই থাকতেন অবসরপ্রাপ্ত ৯০ বছরের ত্রিদিব কুমার দাস শর্মা ও তার স্ত্রী তন্দ্রা দাস শর্মা (৮০)। গত সোমবার সকালের দিকে ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে সন্দেহ হয় প্রতিবেশীদের। তাঁরা আসানসোল দক্ষিণ থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে পৌঁছয় ও প্রায় আধঘন্টার চেষ্টায় দরজা খুলিয়ে বৃদ্ধের পচাগলা মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় অন্তত পাঁচ দিন আগে বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিশের মতে ম্ভবতঃ বয়সজনিত কারণে এবং একা থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বৃদ্ধা তন্দ্রা শর্মা। তাই স্বামীর মৃত্যুর খবর কাউকে না জানিয়ে তাঁর দেহ আগলে বসেছিলেন। প্রতিবেশীদের সূত্রে জানা গেছে তিনি এক সময় স্কুলের শিক্ষিকাও ছিলেন।