Skip to content

ইসলামী ক্যালেন্ডারে মহররমের ১০ই তম দিনে পালন করা আশুরা দিবস!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : আজ পবিত্র মহরম শরীফ বুধবার ইসলামী ক্যালেন্ডার ১০ই মহরম সারা দেশ জুড়ে পালিত হচ্ছে। হযরত ইমাম হোসেন এবং তার পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তে এজিদ বাহিনীর হাতে শহীদ হন, এই ঘটনাকে স্মরণ করে বিশ্ব মুসলিম সম্প্রদায়িক মানুষরা যথাযথ মর্যাদায় সাথে পালন করে এই দিন টিকে। ১০ই মহরম বুধবার সকাল থেকে মেদিনীপুর শহরে বিভিন্ন মহল্লা থেকে, আলাম পাক ,কাফেলা ও আখাড়া বের হয় ও শহরের রিং রোড পরিক্রমা করে। এই পরিক্রমার দেখার জন্য রাস্তা দুপাশে মানুষ চোখে পড়ার মতো ভিড় ছিল। বিভিন্ন মহল্লার থেকে আখড়া কাফেলা শোভাযাত্রা এসে পৌঁছায় মেদিনীপুর শহরে গোলকুঁয়ার চকে সেখানে লাঠি খেলার প্রদর্শনী হয়। এক আখড়া প্রদর্শনীর মধ্যে নজর কেড়ে নিল আঁকড়শা নগর মহরম কমিটি তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ এর বার্তা টি তুলে ধরলেন একটি গাছ একটি প্রাণ, একজন মুসলিম যদি বৃক্ষ রোপন অথবা জমিতে ফসল বনে সেই ফসলে থেকে মানুষ কিংবা প্রাণী খায় তাহলে তার ওই বৃক্ষরোপনের সাদকা হিসাবে গ্রহণ করা হয় আল্লাহ রাব্বুল আলামীনের কাছে। আর এই শোভাযাত্রা মধ্যে দিয়ে তুলেন ধরলেন মেদিনীপুর শহরবাসীর কাছে । তারই সাথে কলেজ মাঠে বসেছে মেলা, অপ্রীকৃত ঘটনা এড়াতে সতর্ক ছিল পুলিশ। ১০ই মহরমের এই দিনে বাড়িতে ৮ থেকে ৮০ মুসলিম সম্প্রদায়ক মানুষরা রোজা রাখে ,কোরআন পাঠ করেন ও এতিম, মিসকিন দের কে খাওয়ানো হয় । আর এই দিনটিকে শোক দিবস হিসাবে পালন করা হয়।

0:00
/0:14

মেদিনীপুর আলাম কমিটির উদ্যোগে বুধবার বিকেল ৪টায় একটি শোক মিছিল বের হয়। শহরের মির্জামহল্লা ইমামবাড়া থেকে বিকেল এই শোক মিছিল মেদিনীপুর শহরের নিমতলা ,স্কুলবাজার, জগন্নাথ মন্দির হয়ে নতুন বাজার কারবালা ময়দানে গিয়ে শেষ হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মিলিত হয়ে হযরত ইমাম হোসেনের স্মরণে এই শোক মিছিলের সামিল হন । শোক মিছিলের শেষে কারবালা ময়দানে সন্ধ্যায় সেখানে কমিটির পক্ষ থেকে সারাদিন রোজা রাখা রোজদার দের জন্য রোজা খোলা ও নামাজ পাঠ করা ব্যবস্থা করা হয়। মেদিনীপুর আলম কমিটির এই শোক মিছিল ৪৫ তম বর্ষ। এই মিছিলে উপস্থিত বিশিষ্ট আইনজীবী দেবী দাস মহাপাত্র, মেদিনীপুর আলম কমিটির সম্পাদক আব্দুর রাশেদ, রাজেস হোসেন ,মেদিনীপুর আলম কমিটির কার্যকারী, অনিল শিকারি আব্দুল ওয়াহেদ প্রাক্তন বিধায়ক নান্টি চক্রবর্তী সহ আরো বিশিষ্ট ব্যক্তিগণ।

Latest