পাক : ১২৭/৯ (২০)
ইন্ডিয়া : ১৩১/৩ (১৫.৫)
নিজস্ব সংবাদদাতা: দুরন্ত ভারতীয় বোলিং। বাইশ গজে পাকিস্তানকে ধুলিস্যাৎ করল ভারত। প্রথম ওভারের প্রথম বলে হার্দিক পাকিস্তানকে ধাক্কা দিলেন, তারপর থেকে উইকেট নিয়মিত ব্যবধানে পড়তেই থাকল। দুরন্ত বোলিং করলেন ভারতীয় স্পিনাররা। পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলল ১২৭ রান। এককথায়, বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের রিয়ালিটি চেক। টি-২০ ক্রিকেটের আদর্শ বিজ্ঞাপন।

ফেভারিট হিসেবেই নেমেছিল সূর্যকুমার যাদবের দল। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট কীভাবে খেলে, সেটা দেখিয়ে দিলেন অভিষেক শর্মা, তিলক বর্মারা। শুরুতে জোড়া উইকেট হারানো সত্ত্বেও, তার প্রভাব ব্যাটিংয়ে পড়েনি।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করে পাকিস্তান। জবাবে ১৫.৫ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় ভারত। ২৫ বল বাকি থাকতে ৭ উইকেটে জয়।