অষ্টম শ্রেণীর ওই ছাত্রীর মায়ের অভিযোগ, প্রায় ১৫ দিন আগে তাঁর মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে জোর করে পানীয় জলের সঙ্গে কিছু মিশিয়ে খাইয়ে ধর্ষণ করে ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায়। ঘটনার পর নাবালিকা ভয়ে বাড়িতে কিছু না বললেও,পাড়ায় থাকতে চাইনি। ঠাকুমার বাড়ি চলে যায়। পরে সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে প্রতিবেশীদের থেকে গোটা বিষয়টি জানতে পারেন তিনি। তারপর মেয়েকে জিজ্ঞাসা করলে সমস্ত কথা খুলে বলে সে।মেয়ের কাছ থেকে বিষয়টি জানার পরেই কোকওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি নাবালিকার মায়ের অভিযোগ, ওই অভিযুক্ত ব্যক্তি শুধু তাঁর মেয়েকেই নয়, নিজের বাড়ির ভাড়াটে মহিলাকেও যৌন হেনস্থা করার চেষ্টা করে। ওই মহিলাকে গিয়ে তাঁর মেয়েকে ধর্ষণের ভিডিওটি দেখিয়ে ভয়ও দেখিয়েছে বলে অভিযোগ। এমনকী ভাড়াটে মহিলার ভিডিয়োও ভাইরাল করে দেওয়ার হুমকিও দেয়। অভিযুক্তের চরম শাস্তির দাবি জানিয়েছে নাবালিকার পরিবার।ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় মহাকুমা আদালত। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কে নাবালিকা ও তার পরিবার।