নিজস্ব প্রতিবেদন : গত বছর জুন মাসের ৫ তারিখ ভারতীয় বংশোদ্ভূত বছর ঊনষাটের মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গী বছর বাষট্টির বুচ উইলমোর টিমকে মহাকাশ স্টেশনের উদ্দেশে রওনা দিয়েছিল বোয়িং স্টারলাইনার। মহাকাশে থাকার কথা ছিল ৮ দিন। কিন্তু মহাকাশযানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার ফলে আটকে পড়েন সুনীতারা। একাধিক বার তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও দিন বাড়তে বাড়তে দাঁড়ায় ২৮৬ দিন। অবশেষে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের ক্রু-৯ মহাকাশযান সুনীতাদের পৃথিবীতে ফিরিয়ে আনল। মঙ্গলবার ভারতীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে সুনীতাদের নিয়ে স্পেস স্টেশন ছাড়ে স্পেসএক্স-এর ড্রাগন যান। বুধবার ভোর সাড়ে তিনটে নাগাদ ফ্লোরিডার উপকূলের আটলান্টিক মহাসাগরের বুকে অবতরণ করে মহাকাশযান। ড্রাগনের গতি নিয়ন্ত্রণে আনার জন্য চারটি প্যারাসুট জুড়ে যায়। জলে অবতরণ করার পর সেগুলি খুলে যেতে দেখা যায়। উদ্ধারকাজ শুরু হয় সমুদ্রে বেশ কিছুক্ষণ ভাসমান অবস্থায় থাকার পরই। প্রথমে বের করে আনা হয় বাকি দুই মহাকাশচারীকে। তারপর সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে। যেহেতু দীর্ঘসময় মহাকাশে থেকেছেন তাই তাঁদের জন্য বিশেষ সহযোগিতার ব্যবস্থা করা হয়। ২৮৬ দিন পর পৃথিবীতে ফিরে নানা শারীরিক পরীক্ষার-নিরীক্ষার জন্য সুনীতা টিমদের হিউস্টনে জনসন স্পেস সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা জানান, দীর্ঘসময় মহাকাশে থেকেছেন,সুনীতাদের কথা বলার ধরনে পরিবর্তন আসতে পারে। তাই জোর দেওয়া হবে মেন্টাল সাপোর্টে। ফিজিওথেরাপি করা হবে নিয়মিত। যাতে মাসল ও হাড় স্বাভাবিক অবস্থায় দ্রুত ফিরতে পারে। দুই মহাকাশচারীর ৪৫ দিন ধরে রিহ্যাব চলবে। দীর্ঘ সময়ের মহাকাশ স্টেশনে থাকা নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরবেন।
শারীরিক পরীক্ষার-নিরীক্ষার জন্য মহাকাশচারীদের নিয়ে যাওয়া হচ্ছে হিউস্টনে জনসন স্পেস সেন্টারে,দুই মহাকাশচারীর ৪৫দিনের রিহ্যাব!
