পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : গত ৫/৬দিন আগে অসুস্থ অবস্থায় পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলে প্রবেশ করেছিল একটি হাতি । শুক্রবার সেই অসুস্থ হাতিটির চিকিৎসা করানো হচ্ছে বনদপ্তরের পক্ষ থেকে। উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি রাতে বাঁকুড়ার জঙ্গল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলে প্রবেশ করেছিল অসুস্থ অবস্থায় একটি হাতি। সামনের বাঁ পায়ে ক্ষত থাকায়, তিন পায়েই হাতিটি চলাফেরা করছিল গত কয়েকদিন ধরে । নজর রেখেছিল বনদপ্তর, চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের ওষুধও প্রয়োগ করা হয়েছিল, কিন্তু তাতেও সুস্থ না হওয়ায় অবশেষে শুক্রবার সকালে পিড়াকাটার জঙ্গলে অসুস্থ হাতিটিকে ট্রাঙ্কুলাইজড করা হয়। তারপর তার চিকিৎসা করা হয় বলে বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে । পশু চিকিৎসককে সাথে নিয়ে বন দপ্তরের একটি টিম জঙ্গলে অসুস্থ হাতির চিকিৎসা চালায়। চিকিৎসার পর হাতিটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে।