Skip to content

নাটকের মঞ্চ থেকে এবার সিনেমার পর্দায় অথৈ!মুক্তি পাবে ১৪ই জুন ২০২৪!

নিজস্ব সংবাদদাতা : উইলিয়াম সেক্সপিয়রের কালজয়ী নাটক এবার বড় পর্দায় । মঞ্চ থেকে বড় পর্দায় নতুন যাত্রা অথৈ-র। পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় মঞ্চস্থ হয়েছে এই নাটক। এবার বাংলা ছবির দর্শকের জন্য উইলিয়াম সেক্সপিয়রের অথৈ-কে বড় পর্দায় নিয়ে আসছেন পরিচালক অর্ন মুখোপাধ্যায়। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বাংলার বাঙালি মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। সফর সঙ্গী সোহিনী সরকার। এর আগেও বহুবার অনির্বাণ-সোহিনী জুটিকে বড় পর্দায় দেখেছে দর্শক। সিলভার স্ক্রিনে সোহিনী-অনির্বাণের যুগলবন্দি বারবার বাংলা ছবির দর্শকের প্রশংসা কুড়িয়েছে।

Athhoi (অথৈ) | Teaser | Anirban Bhattacharya | Sohini Sarkar | Arna  Mukhopadhyay | Jio Studios | SVF - YouTube

Latest