নিজস্ব সংবাদদাতা : সংসদে নাম বিভ্রাট যেন পিছু ছাড়ছেই না! সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেছিলেন। সেই রেশ কাটতে না কাটতেই বুধবার আরও বড় চমক! খোদ তমলুকের বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলে ফেললেন—‘নরেন্দ্র বাজপেয়ী’! মুহূর্তের মধ্যেই সংসদে ছড়িয়ে পড়ে হাসির রোল। একদিকে হেসে কুটি কুটি সংসদ সদস্যরা, অন্যদিকে শুরু হয়ে যায় রাজনৈতিক সমালোচনাও।

এদিন সংসদে এসআইআর (SIR) ইস্যুতে বিরোধীদের বিরুদ্ধে একেবারে তোপ দাগেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রথমেই কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। কখনও সরাসরি নাম না করে, কখনও ইঙ্গিতে রাহুল গান্ধীকেও বিদ্ধ করেন বিজেপি সাংসদ। এর পরই তাঁর নিশানায় আসে বাংলা। তাঁর দাবি, “বাংলার মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন, এসআইআর করতে দেবেন না। তাহলে এখন এসআইআর নিয়ে এত গালাগালি কেন?” একই সঙ্গে তিনি অভিযোগ তোলেন, বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রুখতে কাঁটাতার বসানোর জন্য বাংলায় প্রয়োজনীয় জমি দেওয়া হয়নি। সেই কারণেই রাজ্যে অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে বলে তাঁর বক্তব্য।অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও অভিযোগ করেন, সেই অনুপ্রবেশকারীদের জন্য নকল পরিচয়পত্র তৈরিতেও নাকি সহযোগিতা করা হচ্ছে। এই বক্তব্যকে ঘিরেই সংসদে ফের তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়। তবে গোটা উত্তপ্ত বক্তৃতার মাঝেই ‘নরেন্দ্র বাজপেয়ী’ মন্তব্য ঘিরে সংসদের পরিবেশ এক মুহূর্তে হালকা হয়ে যায়। হাসির রোলের পাশাপাশি বিরোধীরা বিষয়টিকে কটাক্ষের অস্ত্রও বানাতে ছাড়েননি। সব মিলিয়ে এসআইআর বিতর্কের সঙ্গে নাম-বিভ্রাট—দু’য়ে মিলে বুধবারের সংসদ অধিবেশন রীতিমতো নাটকীয় হয়ে উঠল।