ঝাড়গ্রাম নিজস্ব সংবাদদাতা : প্রতি বছর হাতির আক্রমণে মানুষ মারা যায়। কোন সময়ে মৃত্যু বেশি ঘটে? কারণ কী? শিকার উৎসবের আচার-অনুষ্ঠানে পরিবেশের কী ক্ষতি হয়? এরকম অনেক প্রয়োজনীয় বিষয় রয়েছে। আর ৩৫ বছর বন ও জঙ্গলে কাটানোর রোমাঞ্চ তো আছেই। প্রতি বুধবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত একটি এফএম চ্যানেলে, প্রাক্তন বন কর্মকর্তা জঙ্গলের মানুষকে এমন নানান কথা দিয়ে সচেতন করেন। তিনি কথায় কথায় ৫০০ ঘন্টা পার করেছেন। ঝাড়গ্রাম শহরের বাসিন্দা প্রাক্তন বন কর্মকর্তা সমীর মজুমদার। ছয় বছর ধরে, প্রতি বুধবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত, প্রাক্তন বন কর্মকর্তা সমীর মজুমদার বন, বন্যপ্রাণী এবং পরিবেশ সংরক্ষণের উপর বিভিন্ন পরিবেশ সচেতনতামূলক অনুষ্ঠান এবং তার চাকরি জীবনের বিভিন্ন অভিজ্ঞতা, ৯০.৪ এফএম, সম্প্রচার করে আসছেন। রেডিও মিলান, ঝাড়গ্রাম সম্প্রচারিত হচ্ছে। তিনি কোনও সম্মানী ছাড়াই এমন বিরল কাজ করে চলেছেন। ২৮ মে বুধবার , ২০২৫ তারিখে, তাঁর ব্যতিক্রমী সচেতনতামূলক অনুষ্ঠান পাঁচশো ঘন্টা স্পর্শ করবে। বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিপদ রোধ এবং বন ও বন্যপ্রাণী সংরক্ষণের জন্য এই ব্যতিক্রমী, উল্লেখযোগ্য সচেতনতামূলক প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। আমরা সকলকে বিনীতভাবে অনুরোধ করছি যে তারা যেন তার বিরল প্রচেষ্টার খবর ছড়িয়ে দেন এবং বিশ্বের যেকোনো স্থানে প্রতিদিনের সকল অনুষ্ঠান শুনতে রেডিও গার্ডেন অ্যাপটি ডাউনলোড করুন।
