Skip to content

বাঁকুড়ার বড়জোড়ায় বন দফত সংগৃহিত হাতির ৫৭ টি দাঁত পুড়িয়ে ফেলার উদ্যোগ!

1 min read

নিজস্ব প্রতিবেদন : চোখের সামনে ছাই হয়ে গেল ৫৭ টি হাতির দাঁত। দশ বছর ধরে জমে থাকা এতগুলি হাতির দাঁত নষ্ট করল বন দফতর ! বাঁকুড়ার বড়জোড়ায় মঙ্গলবার বন দফতরের কড়া নজরদারিতে একটি চুল্লিতে উচ্চ তাপমাত্রায় এই হাতির দাঁতগুলি পুড়িয়ে ফেলে বন দফতর।  দলমা পাহাড় থেকে দলে দলে হাতি খাবারের খোঁজে এসে হাজির হয় বাঁকুড়ায়। বছরের একটা বড় সময় সেই হাতির দল থেকে যায় বাঁকুড়াতেই। জেলায় নেমে আসা এই হাতির দলের দু-একটি হাতি আবার অসুস্থতা, বার্ধক্য ও অন্যান্য কারণে বাঁকুড়ার জঙ্গলেই মারা যায়।  প্রায় প্রতি বছরই ঘটে এমনটা।  বন দফতরের নিয়ম অনুযায়ী মৃত হাতিগুলির দেহ ঘটনাস্থলেই পুড়িয়ে দেওয়া হয়। হাতির দেহ পোড়াতে যে ধরনের তাপমাত্রা তৈরি করা হয় তাতে হাতির দেহ পুড়ে গেলেও তার দাঁত অবিকৃত থেকে যায়। হাতির দাঁত যে মহামূল্যবান , তা তো সবারই জানা। আর এ দাঁত নাগালে পেলে চোরাচালানকারীদের তো পোয়াবারো। গত দশ বছর ধরে বাঁকুড়া উত্তর,  বাঁকুড়া দক্ষিণ ও বিষ্ণুপুর এই তিনটি বনবিভাগ মিলিয়ে মোট ৫৭ টি হাতির দাঁত বন দফতরের সংগ্রহে ছিল। ২০২৩ সালের এপ্রিল মাসে পাস হওয়া একটি আইন অনুযায়ী কোনো পরিস্থিতিতেই হাতির দাঁত ব্যবহার করা যাবে না। বন দফতরের সংগ্রহে থাকা দাঁত নষ্ট করে ফেলতে হবে বন দফতরকেই। সেই আইন অনুযায়ী  বাঁকুড়ার তিনটি বনবিভাগ একযোগে বাঁকুড়ায় সংগৃহিত হাতির ৫৭ টি দাঁত পুড়িয়ে ফেলার উদ্যোগ নেয়। 

Latest