Skip to content

বাংলাদেশ ইস্যুতে মোদি-জয়শংকর জরুরি বৈঠক!

নিজস্ব সংবাদদাতা :  কোটা আন্দোলন থেকে হাসিনা আন্দোলন পর্যন্ত বাংলাদেশ অস্থিরতার সম্মুখীন হচ্ছে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনের দখল নিয়েছে উন্মত্ত জনতা। দেশ ছেড়ে ভারতে এসেছেন তিনি।বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে হাজির ছিলেন  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ক্যাবিনেট সচিব রাজীব গৌবা, প্রধানমন্ত্রীর দপ্তরের প্রিন্সিপাল সচিব পিকে মিশ্র, ‘র’-এর প্রধান রবি সিন্‌হা এবং গোয়েন্দা বিভাগের (আইবি)-র ডিরেক্টর তপন ডেকা।এদিকে হাসিনার দিল্লিতে আসার পর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দিল্লিতে হাসিনার সঙ্গে দেখা করেছেন এবং পরিস্থিতি দেখে বিষয়টি নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শংকরকে বিস্তারিত রিপোর্ট দিয়েছেন তিনি। হিন্ডন এয়ারবেস থেকে লন্ডন উড়ে যাবেন হাসিনা। তিনি নাকি সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। কিন্তু ব্রিটেন সরকারের তরফে তাঁর আর্জি নাকচ করে দেওয়া হয়। ফলে কোথায় যাবেন হাসিনা, ভারতেই আশ্রয় নেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

Latest