বাঁকুড়া নিজস্ব সংবাদদাতা : বাঁকুড়া জেলায় বড়জোড়া ব্লকের মানাচর বড়ো মানা গ্রামে গ্রামীণ কৃষকরা প্রায় ২০০০ বিঘা বাদাম চাষ করেছেন।এই মানাচর বড় মানা গ্রামে এবার বাদাম চাষে সামঞ্জস্য ফসল হয়েছে অর্থাৎ মাঝামাঝি তীব্র গরমে গাছের বৃদ্ধি তেমন হয়নি এবং বেলে মাটি হওয়ার কারণে কৃষকদের জমিতে পর্যাপ্ত পরিমাণে জল দেওয়ার জন্য বিদ্যুৎ বিল এবং ডিজেল বাবদ প্রচুর পরিমাণে অর্থ খরচা হয়েছে। অনেক কৃষককে ঋণ ও নিতে হয়েছে।বর্তমানে বাদামের বিক্রি দর কুইন্টালে ৫৫০০ টাকা পাচ্ছেন কৃষকরা।
এত খরচের পর কৃষকদের লাভের পরিমাণ নেই বললেই চলে।তাই কৃষকদের দাবি বিক্রি দর কুইন্টাল প্রতি ৬৫০০/- টাকা হলে কুইন্টালে হাজার টাকা থাকবে তার ফলে তারা ঋণ শোধ করার পরও সংসার চালানোর জন্য কিছু অর্থ হাতে পাবেন।তাই অনেক কৃষক সংবাদ মাধ্যমের সামনে দুঃখ প্রকাশ করেন এবং বলেন ঋণ নিয়ে এতো তাপ প্রবাহের মধ্যে প্রাকৃতিক দুর্যোগকে পরোয়া না করে কঠোর পরিশ্রম করে ফলন অত্যাধিক হলেও কৃষক ন্যায্য দাম পায় না।তাদের ও তাদের পরিবারের মুখে হাসিও ফোটে না অভাব ও কষ্ট থেকে যায়।