ঢাকা, জাকির হোসেন: ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই তবে সেটা দুপক্ষের স্বার্থের ভিত্তিতে হওয়ার কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, “সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই, সম্মানের ভিত্তিতে সমতার ভিত্তিতে। সেই লক্ষে সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, ভালো সম্পর্ক চাই তবে সেটা দুপক্ষেরই স্বার্থের ভিত্তিতে।” শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ঢাকা বিভাগের নরসিংদী জেলার সরকারি আধিকারিক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে সরে যাওয়ার কথাও বলেন তৌহিদ৷ তিনি বলেন, “চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। এটা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। তবে আমাদের প্রথম কাজ হচ্ছে, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা।”
প্রসঙ্গত, গত সোমবার ঢাকা সফরে এসেছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই ছিল ভারতের কোনো কূটনীতিকের বাংলাদেশ সফর। এই সফরে বিক্রম মিশ্রি বাংলাদেশের বিদেশ সচিব জসিম উদ্দিনের সাথে ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) অংশ নেন৷ এছাড়াও তিনি বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন৷