নিজস্ব সংবাদদাতা : বিশ্বাসই কাল হল। ব্যাঙ্কের কর্মী পরিচয়ে ধীরে ধীরে বৃদ্ধার আস্থা অর্জন করে তাঁরই অ্যাকাউন্ট থেকে ৯০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার এক যুবক। ধৃতের নাম সুরজ রজক। বিধাননগর সাইবার শাখার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধাননগরের জিসি ব্লকের বাসিন্দা ওই বৃদ্ধার সঙ্গে বেশ কিছুদিন আগে একটি ব্যাঙ্কে গিয়ে পরিচয় হয় সুরজের। নিজেকে ব্যাঙ্ক কর্মী পরিচয় দিয়ে তিনি ধীরে ধীরে বৃদ্ধার সম্পূর্ণ আস্থা অর্জন করেন। এরপর নানা অজুহাতে বৃদ্ধার ব্যাঙ্ক সংক্রান্ত যাবতীয় গোপন তথ্য সংগ্রহ করে নেয় অভিযুক্ত। তদন্তে উঠে এসেছে, প্রথমে বৃদ্ধার অ্যাকাউন্ট অন্য একটি ব্যাঙ্কে ট্রান্সফার করানো হয়। তারপর ধাপে ধাপে বিভিন্ন বেসরকারি ব্যাঙ্কে টাকা পাঠিয়ে সেখান থেকে তুলে নেওয়া হয় বিশাল অঙ্কের টাকা। সব মিলিয়ে প্রায় ৯০ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য, ওই প্রতারণার টাকায় বিলাসবহুল একটি গাড়িও কেনে ধৃত সুরজ। পুলিশ সেই গাড়ির খোঁজও চালাচ্ছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য,গত ১১ নভেম্বর বিষয়টি নজরে আসে। বৃদ্ধা বুঝতে পারেন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ টাকা উধাও হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি বিধাননগর সাইবার শাখায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে লেনদেনের সূত্র ধরে অভিযুক্তের অবস্থান চিহ্নিত করে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি উদ্ধারকৃত টাকার পরিমাণ বাড়তে পারে বলেও ইঙ্গিত তদন্তকারীদের। এই ঘটনায় আবারও সামনে এল, অচেনা কারও কাছে ব্যাঙ্ক সংক্রান্ত গোপন তথ্য তুলে দেওয়া কতটা বিপজ্জনক হতে পারে। সাধারণ মানুষকে আরও সতর্ক হওয়ার বার্তা দিচ্ছে পুলিশ।