Skip to content

বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের বিস্তীর্ণ এলাকা জলের তলায়!

1 min read

নিজস্ব সংবাদদাতা : ডিভিসির ছাড়া জলে বাঁকুড়ার বড়জোড়া ব্লকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওই ব্লকের মানাচর, পখন্না, ঘুটগোড়িয়া অঞ্চলের একাধিক এলাকা কার্যত জলের তলায় চলে গিয়েছে। দামোদর নদের জলস্তর এদিন দ্রুত বাড়তে থাকে। গত কয়েকবছরে দামোদরের এত ভয়াল রূপ দেখা যায়নি বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। ইতিমধ্যে ওই ব্লকে খোলা চারটি ত্রাণ শিবিরে উপদ্রুত এলাকা থেকে ২৫০জন দুর্গতকে উদ্ধার করে রাখা হয়েছে। বড়জোড়ার পাশাপাশি সোনামুখী ব্লকের তিনটি পঞ্চায়েত এলাকাতেও দামোদর নদের জল ঢুকতে শুরু করেছে। ওই নদের তীরবর্তী শালতোড়া, মেজিয়া, পাত্রসায়র ইন্দাসে ব্লকের পরিস্থিতির উপর প্রশাসন কড়া নজর রেখেছে। জেলাশাসক সিয়াদ এন বলেন, বন্যা কবলিতদের উদ্ধারের জন্য স্পিড বোটের ব্যবস্থা, সিভিল ডিফেন্স, বিপর্যয় মোকাবিলা দপ্তরের জওয়ানদের প্রস্তুত রাখা হয়েছে। দুর্গতদের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। দামোদর নদ সংলগ্ন প্রতিটি ব্লকের বিডিওদের ২৪ ঘণ্টার জন্য উপদ্রুত এলাকায় নজরদারি চালাতে বলা হয়েছে। এদিন সন্ধ্যা পর্যন্ত আমরা সাড়ে ১০ হাজার উপদ্রুত মানুষকে উদ্ধার করেছি। মুকুটমণিপুর জলাধার থেকেও জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। এদিন ৪৫ হাজার কিউসেক জল কংসাবতী নদীতে ছাড়া হয়। সোমবার রাত পর্যন্ত ধাপে ধাপে জলের পরিমাণ বৃদ্ধি করে ৪০ হাজার কিউসেক করা হয়েছিল। এদিন ওই ড্যাম থেকে আরও পাঁচ হাজার বাড়িয়ে তা ৪৫ হাজার কিউসেক করা হয়। মুকুটমণিপুরের ছাড়া জল কংসাবতীর নিম্ন উপত্যকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। সেদিকেও নজর রাখা হচ্ছে বলে প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন। এদিন সকালে স্থানীয় বিধায়ক অলোক মুখোপাধ্যায় পুলিস ও প্রশাসনের আধিকারিকদের নিয়ে স্পিড বোটে বড়জোড়ার বন্যাকবলিত এলাকা ঘুরে দেখেন। তিনি বলেন, বন্যায় দুর্গত মানুষের পাশে থাকার জন্য রাজ্য সরকার বলেছে। তাই এদিন সকাল থেকে ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি ও অধিকারিকদের নিয়ে আমি উপদ্রুত এলাকা পরিদর্শন করেছি। দুর্গতদের প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিলি করা হয়েছে। এদিন রাতে ফের নতুন নতুন এলাকায় জল ঢুকতে শুরু করেছে। বুধবার বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। পখন্না, বরিশালপাড়া, সীতারামপুর, চকবাজার, বিহারীপাড়া মানা সহ ব্লকের বিস্তীর্ণ এলাকায় দামোদরের জল ঢুকতে শুরু করেছে। 

Latest