Skip to content

প্রয়াত তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম!

1 min read

উত্তর ২৪পরগনা, নিজস্ব সংবাদদাতা : বসিরহাটের বর্তমান তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম প্রয়াত। ৬১ বছর বয়সে বুধবার দুপুরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০২৪ সালে লোকসভা ভোটের সময় সন্দেশখালি ইস্যুতে গোটা রাজ্য উত্তাল ছিল। বিরোধীদের একাধিক অভিযোগে বিদ্ধ হতে হয়েছিল শাসকদল তৃণমূলকে। সেই সময় বসিরহাটে হাজি নুরুলকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভও করেন। বিজেপির রেখা পাত্রকে দাঁড় করানো হয় হাজি নুরুল এর বিপরীতে। জানা যায়,দীর্ঘদিন ধরেই লিভার ক্যানসারে ভুগছিলেন তৃণমূল সাংসদ। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন ২০২৪ লোকসভা নির্বাচনে বসিরহাটে বিজেপির প্রার্থী রেখা পাত্র। তিনি বলেন, 'প্রত্যেকটা মৃত্যু দুর্ভাগ্যজনক। আমরা সমবেদনা জানাই। দীর্ঘদিন অসুখে ভুগছিলেন। চাইছিলাম, সুস্থ হয়ে উঠুন। এরকমভাবে চলে যাবেন, ভাবিনি। তাঁর থেকে আমার অনেক রাজনীতি শেখার ছিল। আমরা সত্যিই দুঃখিত'।

Latest