Skip to content

বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা শহর

1 min read

রাত পোহালেই বড়দিন। শুরু ক্রিসমাস উত্‍সব কেক-পেস্ট্রি, ফ্রুট কেক, লাল শোয়েটার, মাথায় সান্তা টুপি, ক্রিসমাস ট্রির সামনে দাঁড়িয়ে বন্ধু ও পরিবারের সঙ্গে সেলফি তোলা থেকে শুরু করে রাতে সান্তাক্লজের উপহার পাওয়ার অপেক্ষায় মজেছে ছোট থেকে বড় সকলেই।গোটা বিশ্বেই ধুমধাম করে পালিত হচ্ছে ক্রিসমাস। চারিদিকে যেন ঝলমল করছে খুশির আমেজ।এই আনন্দ উৎসবে মেতেছেন সাধারণ মানুষজন। শুধুমাত্র খ্রিষ্টানদেরই নয়, এই উৎসব যেন সকলের। দীপাবলির মতোই ঘরবাড়ি ও church সেজে উঠেছে ক্রিসমাসের আলোয়। শহরবাসী ব্যস্ত একে অপরকে ক্রিসমাসের শুভেচ্ছা জানাতে। তবে শুধু বড়দিন নয়, নতুন বছরকেও আহ্বান জানাতে তৈরি প্রত্যেকে। আসন্ন বছরে পদার্পণ করার প্রস্তুতিতেও মেতেছে সকলে।

Latest