Skip to content

পূর্ব মেদিনীপুরের জেলার পুলিশ আধিকারিককে বদলে দিল কমিশন!

নিজস্ব সংবাদদাতা : ২৫ মে ষষ্ঠ দফায়,তাঁর আগেই পূর্ব মেদিনীপুরের জেলার পুলিশ আধিকারিককে বদলে দিল নির্বাচন কমিশন। সরানো হয়েছে কাঁথির এসডিপিও দিবাকর দাস, ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক এবং পটাশপুর থানার ওসি রাজু কুন্ডুকে। সোমবার কমিশন জানিয়েছে, নবান্নের সুপারিশ মেনে কাঁথির এসডিপিও করা হল আজহারউদ্দিন খানকে। এর আগে দার্জিলিঙের ডিএসপি ছিলেন তিনি। পাশাপাশি সোমবার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে সরিয়ে দিয়েছে কমিশন। এসপি পদ থেকে সরানো হয়েছে ধৃতিমান সরকারকে। নির্বাচনের সঙ্গে সম্পর্ক থাকবে না, এমন পদে তাঁকে বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, ধৃতিমানের জায়গায় রাজ্যের মুখ্যসচিবের কাছে তিন জনের নাম চেয়েছে কমিশন। মঙ্গলবার বেলা ১১টার মধ্যে তিন অফিসারের নাম পাঠাতে হবে মুখ্যসচিবকে। এর আগে রবিবার পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কেও সরিয়ে দেয় কমিশন।

Latest

খড়গপুরে বন্ধুদের সাথে চা খাওয়ার সময় তারা দুষ্কৃতী মাতালদের হামলার শিকার পুলিশের আইবি শাখায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু!