সেখ ওয়ারেশ আলী পশ্চিম মেদিনীপুর : মেদিনীপুর শহরে এখন পর্যন্ত বর্ষা নামেনি, জুন মাস শেষ হতে চলেছে। এরপর জুলাই মাস তবে সেই ভাবে এখনো বর্ষার জল দেখা যায়নি। যদিও আবহাওয়া দপ্তর বারবার বর্ষার এবং বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কিন্তু তারপরও সেই ভাবে মেদিনীপুর শহরে দেখা নেই বৃষ্টির।তবে মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ বৃষ্টিতে জল জমছে মেদিনীপুর শহর ও জেলায়। খালের জলে প্লাবিত হচ্ছে রাস্তা। জল নিকাশি নিয়ে মানুষের অভিযোগও করছে পৌরসভার বিরুদ্ধে। এবার সেই সব খাল সংস্কারে করার উদ্যোগ দেখা দিল মেদিনীপুর পৌরসভা। বর্ষার আগে বুঝে যাওয়া খাল সংস্কারে কাজ শুরু করলো মেদিনীপুর পৌরসভা বড় বড় খালের নোংরা পরিস্কার করতে JCB মেশিন নামানো হলো।মেদিনীপুর শহরের ব্যস্ত বহুল রবীন্দ্রনগর,কেরানিতলা সংলগ্ন বড় বড় খাল গুলি পরিষ্কার নামাতে হলো জেসিবি।আর সেই জেসিবি দিয়েই চলছে এখন নোংরা পরিষ্কার এর কাজ। খালের পাশে থাকা অস্থায়ী দোকানগুলোকে সরিয়ে দেওয়া হল।