Skip to content

বঙ্গ প্রো টি-টোয়েন্টি মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন কলকাতা টাইগার্স। মুর্শিদাবাদ ও মালদা-পুরুষ বিভাগে দুই দলকে যুগ্মজয়ী ঘোষণা!

নিজস্ব সংবাদদাতা : শুক্রবার ছিল বঙ্গ প্রো টি-টোয়েন্টি লিগের ফাইনাল। মহিলা ও পুরুষ উভয় বিভাগের ছিল ফাইনাল ম্যাচ। মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে লাক্স শ্যাম কলকাতা টাইগার্স। ইডেনে তারা মুর্শিদাবাদ কুইনসকে হারিয়েছে পাঁচ রানে। অন্যদিকে দিকে ছেলেদের বিভাগে বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হয়ে যাওয়ায় যুগ্মজয়ী ঘোষণা করা হয়েছে সোবিস্কো স্ম্যাশার্স মালদহ এবং মুর্শিদবাদ কিংস দুই দলকেই। মহিলাদের বিভাগে প্রথমে ব্যাট করে ২০ ওভারে কলকাতা করে ১১০-৫। ৩৭ রানে অপরাজিত থাকেন ঈপ্সিতা মন্ডল। অধিনায়ক মিতা পাল করেন ২৪ রান। জবাবে ১০৫ রানেই থামে মুর্শিদাবাদ। শুক্রবার দুপুরে শুরু হওয়া মহিলাদের ফাইনাল নির্বিঘ্নেই শেষ হলেও। বৃষ্টি কাঁটায় বিদ্ধ হল পুরুষদের ফাইনাল। টস জিতে ম্যাচে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুর্শিদাবাদ কিংসের অধিনায়ক সুদীপ কুমার ঘরামি। নির্ধারিত ২০ ওভারে মাত্র ১১৬/৮ স্কোরে আটকে যায় সোবিস্কো স্ম্যাশার্স মালদা। মুর্শিদাবাদ কিংসের হয়ে দিনশাদ খান ও জিৎ ঠাকুর ২টি করে উইকেট নেন। লক্ষ্য মাত্র ১১৭ রানের। রান তাড়া করতে নেমে তখন মুর্শিদাবাদ কিংসের স্কোর ১.১ ওভারে বিনা উইকেটে ৭ রান, তখনই ঝেঁপে বৃষ্টি নামে। খেলা বন্ধ হয়ে যায়। রাত যত বাড়তে থাকে, বাড়তে থাকে বৃষ্টির প্রাবল্য। শেষ পর্যন্ত রাত ১০.১৫ নাগাদ ম্যাচ বাতিল ঘোষণা করা হয়। কভারে ঢাকা ইডেন গার্ডেন্সও তখন জল থইথই। মুর্শিদাবাদ ও মালদা - দুই দলকে যুগ্মজয়ী ঘোষণা করা হয়।     

 

    

Latest