নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় তাঁর ফেসবুক ওয়ালে লিখেছিলেন “আরও গাছ কাটো আরও পুকুর বোজাও, কংক্রিটের জঙ্গলে বাস করবে মানুষের লাশ।” অমনি স্বস্তিকার পোস্টে নেটপাড়ার নীতিপুলিশদের কমেন্টের বন্যা। কারও প্রশ্ন, ‘নিজে কটা গাছ লাগিয়েছেন?’ কেউ বা মন্তব্য করলেন, ‘দিদি নিজে তো এসি ঘরে বসে পোস্ট করছেন।’ কারও কটাক্ষ, ‘আপনি কতগুলো ফ্ল্যাট কিনেছেন? এসি ছাড়া তো থাকতেই পারবেন নাহ!’ স্বস্তিকা মুখোপাধ্যায়ও ছেড়ে দেওয়ার পাত্রী নন। বরাবরই স্পষ্টভাষী। পালটা জবাব কষিয়েছেন প্রত্যেককে আলাদা করে।একহাত নিলেন অভিনেত্রীও। বৈশাখের তীব্র দহনজ্বালা। রেকর্ড ভাঙছে তাপমাত্রাও। গাছ কেটে দেওয়ার ফল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে মানুষও। সমাজমাধ্যমে কিছুটা বিরক্তি নিয়েই একটি পোস্ট দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। 'আরও গাছ কাটো, আরও পুকুর বোজাও। কংক্রিটের জঙ্গলে বাস করবে মানুষের লাশ।' আর তাতেই উল্টে অভিনেত্রীর দিকেই ধেয়ে এল কটাক্ষ। একজন কমেন্ট করে বসলেন, 'আপনি থাকেন কোথায়? কটা গাছ লাগিয়েছেন আজ পর্যন্ত? ফ্ল্যাট কেনা নেই তো একটাও।' তবে চুপ করে থাকার পাত্রী তো নন স্বস্তিকাও। কমেন্টেই একহাত নিলেন কমেন্টদাতাকে। লিখলেন, 'হ্যাঁ গাছ লাগিয়েছি। আমি, আমার বাবা দুজনেই। আমাদের বাড়ির গলিতে যত কটা গাছ আছে সবকটাই আমাদের লাগানো। আর না, আমার ফ্ল্যাট কেনা নেই। আমি আমার বাবার বাড়িতেই থাকি। আর বোম্বেতে ভাড়া বাড়িতে থাকি। ফেসবুকে আক্রমণ করার আগে দরকার পড়লে একটু আইটি ডিপার্টমেন্টে চেক করে নেবেন আমার কটা ফ্ল্যাট আছে।' এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, 'গ্লোবাল ওয়ার্মিং-এর দায় আমাদের সবার। এমন কমেন্টের উত্তর দেন স্বস্তিকা, 'ফুটপাথে তো বসে স্ট্যাটাস দিতে পারব না দাদা। তবে আমি গত চারদিন ধরে রাস্তায় কাজ করছি। পোর্টেবল এসি তো পাওয়া যায় না এখনও। থাকলে সঙ্গে নিয়ে ঘুরতাম।'