নিজস্ব সংবাদদাতা : তৃণমূল দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পর যার নাম আসে তিনি হলেন ডায়মন্ড হারবারের সংসদ দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে আগামী ২ জানুয়ারি থেকে ৭৫ দিন ব্যাপী স্বাস্থ্যশিবির শুরু করছেন। সেই শিবিরের উদ্দেশ্য করে শনিবার আমতলার সমন্বয় প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন ১,২০০ চিকিৎসক। জানাযায়, চিকিৎসা শিবির চলবে ডায়মন্ড হারবারের সাত বিধানসভায়। শিবির করার পরিকল্পনা একেক দিন বিধানসভা ভিত্তিক ৪০টি। স্বাস্থ্য শিবিরের ভাবনা প্রতিটি বিধানসভায় ১০ দিন ধরে। থাকবেন জেনারেল মেডিসিনের চিকিৎসক থেকে সুপার স্পেশালিটি বিভাগের চিকিৎসকেরা। উল্লেখ্য,পরিকল্পনা করা হয়েছে স্বাস্থ্য শিবিরে সাধারণ রক্ত পরীক্ষার পাশাপাশি পোর্টেবল ইসিজি পরিষেবা দেওয়ারও। সঙ্কটজনক রোগীদের জরুরি চিকিৎসার প্রয়োজন হলে ১২টি সরকারি-বেসরকারি হাসপাতালে পাঠানো হবে।থাকবে রক্তের নানাবিধ পরীক্ষা, হিমোগ্লোবিনপরীক্ষা , ডেঙ্গি পরীক্ষা। সাথে আছে তৎক্ষণাৎ ডায়গনিস্টিক টেস্ট করার সুবিধা। সারা রাজ্যের চিকিৎসকদের ‘সমস্যা’ সমাধানে ‘হেল্পলাইন নম্বর’ কর্মসূচি ‘এক ডাকে অভিষেক নম্বরটি কাজ করবে। শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘আমি ‘আমি’তে বিশ্বাস করি না। ‘আমরা’য় বিশ্বাস করি। টিমওয়ার্কে বিশ্বাস করি।’’ সেখানেই তিনি ‘আমি-আমরা’র কথা বলেন। মূলত ডায়মন্ড হারবারে যে কাজ হয়েছে, সে প্রসঙ্গে বলতে গিয়েই ‘টিমওয়ার্কের’ কথা উল্লেখ করেন ।