Skip to content

বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টারপ্ল্যানের শুভ উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি হুগলি জেলার সিঙ্গুর থেকে!

1 min read

ঘাটাল, বরুণ কুমার বিশ্বাস : আজ ২৮ শে জানুয়ারি বুধবার বেলা ঠিক একটায় হুগলি জেলার সিঙ্গুর থেকে ভার্চুয়ালি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যানের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন।ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ যদিও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তবুও আনুষ্ঠানিকভাবে সেটির এতদিন উদ্বোধন হয়নি,আজ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই উদ্বোধনী পর্বে তাঁর সঙ্গে ছিলেন জলসম্পদ ও সেচ দপ্তরের মন্ত্রী ডা: মানষ ভুঁইয়া মহাশয় এবং ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব ) এবং বর্তমান চিপ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী ।ঘাটাল শহরের বুকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রশাসনের উদ্যোগে বিশেষ আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণ আই.এ.এস. মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি, জেলার এডিশনাল এসপি, মন্ত্রী শিউলি সাহা।
এছাড়াও উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমার পাঁচটি পঞ্চায়েত এবং পাঁচ পৌরসভার আধিকারিকগণও ,ঘাটাল মহকুমার মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, ডি.এম.ডি.সি. অতনু দাস ,এসডিপিও নীলেশ শ্রীকান্ত গায়কোয়াড় আই.পি.এস. তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক অসিত ঘোষাল এবং আরো আরো অনেক উল্লেখযোগ্য প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিগণ।মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর ঘাটাল মহাকুমাতেও বাংলার বাড়ি (গ্রামীণ) আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্বের উপভোক্তাদের হাতে সরাসরি চেক তুলে দেওয়া হয়। কৃষি দপ্তরের থেকে সাত জনকে বিশেষভাবে সাম্মানিক ও শুভেচ্ছা পত্র প্রদান করা হয়। এছাড়াও ভূমিহীন চার ব্যক্তিকে জমির পাট্টা দলিল প্রদান করা হয়।

Latest