পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : খড়্গপুরের মালঞ্চ উইলস স্টার ক্লাবের ৪০ তম বর্ষের কালীপুজো উপলক্ষ্যে ২২ নভেম্বর সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়। প্রজাপতি ঘরের পাশে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্টার জলসার 'সুপার সিঙ্গার' খ্যাত পৌলমী বিশ্বাস ও স্নেহদীপ। সেক্সাফোনে গানের সুর তোলেন বিশিষ্ট শিল্পী স্বপন কুমার। শিল্পীদের গান শুনতে স্থানীয় মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন পুরপ্রধান কল্যাণী ঘোষ, প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার, এসডিপিও দীপক সরকার, বিশিষ্ট সমাজকর্মী দেবাশিস চৌধুরী, ক্লাব সম্পাদক সুব্রত দে। পুরপ্রধান কল্যাণী ঘোষ বলেন, ' এমন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সামাজিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় থাকে। তাই রাজ্য সরকার ক্লাবগুলিকে আর্থিক সহযোগিতায় করে থাকে।' ক্লাব সভাপতি বিশিষ্ট সমাজসেবী ডঃ দীপক কুমার দাশগুপ্ত (দীপুভাই) বলেন, আগামীদিনে স্বাস্থ্য, চোখ, হার্ট পরীক্ষা শিবির করার পরিকল্পনা রয়েছে। গত ৪০ বছর ধরে ক্লাবের সদস্যদের ব্যক্তিগত প্রচেষ্টায় পুজো সহ নানা সামাজিক কাজ হচ্ছে।' এসডিপিও বলেন, ' যখন খড়্গপুরের আইসি ছিলাম তখনও উইলস স্টার ক্লাবের পুজো দেখেছি। খুব আন্তরিক ভাবে ওনারা কালীপুজো করেন। সেই ধারা আজও চলছে।' প্রাক্তন বিধায়ক তথা পুরপ্রধান প্রদীপ সরকার ক্লাব সদস্যদের কালীপুজো এবং এমন সুন্দর অনুষ্ঠান করার জন্য অভিনন্দন জানান। এদিন উপস্থিত অতিথি সহ খড়্গপুরের বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিনিধিদের পুষ্পস্তবক ও স্মৃতিফলক দিয়ে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।