Skip to content

আসানসোলের চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জিএম অফিসের কাছে আচমকা বাইকের ইঞ্জিনে আগুন !

নিজস্ব সংবাদাতা: ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধের পর আসানসোলের চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জিএম অফিসের কাছে।অন্যান্য দিনের মতোই এদিন অফিস থেকে নিজের মোটরবাইকে করে বাড়ি (আমলাদহির ২৩ নম্বর রাস্তার ১৬/ডি রেল আবাসন) ফিরছিলেন রেল কর্মী তৈমুর প্রসাদ। তিনি জানান, জিএম অফিস পার করতেই তিনি দেখেন, হঠাৎ করেই বাইকে আগুন জ্বলতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে বাইক ফেলে রেখে রাস্তার পাশে সড়ে যান তিনি। এরই মধ্যে বাইকের ইঞ্জিনে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে এবং তার কিছুক্ষণের মধ্যেই আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় বাইকটি।অন্যদিকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান আরপিএফ ও দমকলের কর্মীরা। তবে ততক্ষণে বাইকটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।প্রাথমিক তদন্তে পুলিশ ও দমকলকর্মীদের অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণে মোটরবাইকে আগুন লেগে যায়। যদিও আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। এদিন আকস্মিক ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Latest