নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহে টলিপাড়ার সবচেয়ে চর্চিত খবর ছিল একটাই। পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর বিয়ে। কোনওরকম জাঁকজমক ছাড়াই কাগুজে বিয়ে সারেন এই দম্পতি। যাঁদের ঘিরে চলতে থাকে নানা চর্চা-আলোচনা-সমালোচনা। সকলেই অবাক হয়ে গিয়েছেন এমন হঠাৎ করে বিয়ে! তবে এত ট্রোলিংকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে জীবনকে উপভোগ করতে মেতে পরমব্রত-পিয়া। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে আরও এক দৃশ্য নজর কাড়বে। বিয়ের পর টুক করে হানিমুনও সেরে ফেললেন দম্পতি।পরমব্রত চট্টোপাধ্যায়ের অভিনয়ের ভক্ত প্রচুর। প্রিয় অভিনেতা হঠাৎ বিয়ে করছেন শুনে অনেকেরই যে হৃদয় ভেঙেছে একথা বলাই যায়। টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর হিসেবেই এতদিন খ্যাত ছিলেন তিনি। তবে ব্যতিক্রমও আছে। প্রিয় মানুষের নতুন জীবন শুরু হওয়ায় বুকে পাথর রেখেও মুখে হাসি ফুটছে বেশ কিছু ভক্তের।