Skip to content

নন্দীগ্রামে বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটনায়, হাসপাতালে মৃত্যু ওই বিজেপি কর্মীর !

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: লোকসভা ভোটের ফল ঘোষণার পরের দিন নন্দীগ্রাম-২ নম্বর ব্লকের আমদাবাদ অঞ্চলের টাকাপুরায় গোকুল বেরা নামে এক বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় গোকুল, তপন এবং শুভাশিস কর নামে তিন জন গুরুতর জখম হন।আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এঁদের মধ্যে তপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। রবিবার সেখানেই মৃত্যু হয় তপন ঢালি নামে ওই ব্যক্তির। তিনি এলাকায় বিজেপি কর্মী হিসাবে পরিচিত ছিলেন। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, গ্রামবাসীদের অনেকেরই দাবি গত ৫ই জুন গোকুলের বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। যাঁরা জখম হয়েছিলেন,তাঁরাও বোমা বাঁধছিলেন। অন্যদিকে তৃণমূলের দাবি , এলাকায় সন্ত্রাস ছড়াতেই এই বাড়িতে গোপনে বোমা বাঁধার কাজ করছিল বিজেপির লোকেরা। সেই সময় বিস্ফোরণ ঘটে। স্থানীয়দের দাবি, ওই বাড়িতে আরও কয়েক জন ছিলেন। বিস্ফোরণের পরে পরেই আহতদের মোটর বাইক চাপিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান তাঁরা।এলাকা ছাড়ার আগে দুষ্কৃতীরা বেশ কয়েকটি বোমা পুকুরে ফেলে পালায় বলেও দাবি স্থানীয়দের। বিস্ফোরণের খবর পাওয়ার পর পুলিশ বুধবার ঘটনাস্থলে গিয়ে বেশ কিছু অবৈধ বোমা উদ্ধার করেছিল। পুলিশ সূত্রে খবর, সেই ঘটনায় এখনও পর্যন্ত দু’জন গ্রেফতার করা হয়েছে।

Latest