Skip to content

স্মাইল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : রক্তের গ্রীষ্মকালীন সংকট মেটাতে প্রতি বছরের মতো এবারও কেশিয়াড়ি রবীন্দ্রভবনে এক রক্তদান শিবিরের অনুষ্ঠিত হলো স্মাইল ফাউন্ডেশনের উদ্যোগে। এদিনের শিবিরে বেশ কয়েকজন মহিলা সহ মোট ৫৬ জন রক্তদান করেন।এদিনের শিবিরকে সফল করতে এগিয়ে এসেছিলেন ছিলেন রক্তদাতারা। এই উদ্যোগকে সাফল্যের শীর্ষে উন্নীত করতে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এদিনের শিবিরে রক্তদাতাদের ও আয়োজকদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বেলদা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. চন্দ্রশেখর হাজরা, কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শীট, সহকারী সভাপতি দেবেন হাঁসদা, 'আমারকার ভাষা আমারকার গর্ব'-এর অন্যতম পরিচালক বিশ্বজিৎ পাল, লোককবি পরেশ বেরা, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব প্রদীপ মাইতি,ব্রজকিশোর পড়্যা,রক্তদান আন্দোলনের নেতৃত্ব অসীম ধর, সাংবাদিক বিশ্বসিন্ধু দে, কেশিয়াড়ি হাইস্কুলের শিক্ষিকা অনিন্দিতা সাহু সহ অন্যান্যরা। সবুজায়নের বার্তা দিতে এদিনে রক্তদাতাদের হাতে উপহার হিসেবে চারা গাছ তুলে দেওয়া হয়।শিবিরে রক্ত সংগ্রহ করেন পূর্ব মেদিনীপুর জেলার এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের ব্লাড ব্যঙ্কের চিকিৎসক ও কর্মীরা। শিবিরের শুরুতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করা হয়। একই সঙ্গে সিধু কানহু,বীরসা মুন্ডার মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

Latest