Skip to content

ভয়ঙ্কর রূপ নিতে চলেছে বার্ড ফ্লু সংক্রমণ!

নিজস্ব সংবাদদাতা : ভয়ঙ্কর রূপ নিতে চলেছে বার্ড ফ্লু সংক্রমণ। বিশেষজ্ঞরা সতর্ক করলেন নতুন সংক্রমণ নিয়ে, যা কোভিডের থেকেও ১০০ গুণ ভয়ঙ্কর রূপ নিতে পারে। যে বা যারা সংক্রমিত হবে, তাদের অর্ধেকেরই প্রাণহানির আশঙ্কা রয়েছে।সম্প্রতিই একটি গবেষণায় বার্ড ফ্লু নিয়ে উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। গবেষকরা বার্ড ফ্লু-র এইচ৫এন১ স্ট্রেইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, সংক্রমণের শিখরে পৌঁছে গিয়েছে এই ভাইরাস। যেকোনও সময়েই তা মহামারির রূপ নিতে পারে। বার্ড ফ্লুয়ের এই স্ট্রেইন স্তন্যপায়ী,এমনকী মানবদেহেও সংক্রমণ ছড়াতে সক্ষম। এক গবেষক জানিয়েছেন, বার্ড ফ্লুয়ের এই স্ট্রেইন যদি আরও অভিযোজন বা মিউটেশন হয় এবং অতি সংক্রামক ধারাই বজায় রাখে, তবে মৃত্যুহারও বাড়তে পারে। মিউটেশনের পর মানবদেহেও সংক্রমণ ভয়ঙ্কর হারে ছড়াতে পারে। সেক্ষেত্রে মৃত্যুও বাড়বে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০০৩ সাল থেকে যতজন এইচ৫এন১ বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছেন, তাতে প্রতি ১০০ জনের মধ্যে ৫২ জনের মৃত্যু হয়েছে। এখনও অবধি ৮৮৭ জনের দেহে এই ভাইরাস পাওয়া গিয়েছে, তার মধ্যে ৪৬২ জনেরই মৃত্যু হয়েছে। সেই তুলনায় বর্তমানে কোভিডের মৃত্যুহার ০.১ শতাংশেরও কম, যা সংক্রমণের শুরুতে ২০ শতাংশের বেশি ছিল।

Latest