Skip to content

সিভি বোস কে কড়া ভাষায় বিঁধলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু !

নিজস্ব সংবাদদাতা :  প্রথম দিন শিক্ষামন্ত্রী অপসারণের সুপারিশ আর, তার পরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহারের অভিযোগে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপাল-আচার্য সিভি আনন্দ বোসের। রাজ্যপাল-আচার্য সিভি বোসের এই দুই পদক্ষেপে রাজ্যে রাজনীতিতে চাপানউতোর চলছেই। তৃণমূল, কংগ্রেস ও সিপিএম এক সুরে বলছে, এভাবে তদন্তের নির্দেশ দেওয়ার এক্তিয়ার নেই রাজ্যপালের। এই আবহে শনিবার রাজ্যপালকে কড়া ভাষায় বিঁধলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর স্পষ্ট বার্তা, রাজ্যের শিক্ষাব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে চাইলে রাজ্যপালই বেতন দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যাপকদের। রাজ্য-রাজভবন সংঘাত সার্বিকভাবে অনভিপ্রেত বলেই মত শিক্ষামন্ত্রীর। তাঁর বক্তব্য, “ওঁর সময়ই এটার সৃষ্টি হল। স্বাধীনতার পর এই ধরনের পরিস্থিতি কখনও বাংলায় হয়নি। শিক্ষাব্যবস্থার সবথেকে কলঙ্কময় আচার্য। এই জায়গাটা উনি দূর করতে পারতেন। এবং রাজ্যের সঙ্গে মিলে যদি কাজ করতেন, সত্যিই উচ্চশিক্ষা প্রচার ও প্রসারের কাজটা হত।” রাজ্যপালের এককভাবে বিশ্ববিদ্যালয়গুলি নিয়ন্ত্রণের প্রচেষ্টার কড়া সমালোচনা করেন ব্রাত্য। বিশ্ববিদ্যালয় পিছু কয়েক কোটি অনুদান দেয় রাজ্য। অধ্যাপক, শিক্ষাকর্মীদের বেতন দেওয়া হয়। উনি এখন বলছেন আমি এটা একা নিয়ন্ত্রণ করব। আপনি যদি নিয়ন্ত্রণ করতে চান, তাহলে অনুদান আপনি জোগাড় করুন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষাকর্মীদের বেতন আপনি জোগাড় করুন। সেই দায়িত্ব উনি নিচ্ছেন না। উনি বলছেন, বেতন সরকার দেবে। আমি শুধু ইচ্ছেমতো লোক বসাব আর তুলব।”

অন্যদিকে, সংবাদমাধ্যমেরও মুখোমুখি হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর বক্তব্য, “বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব আচার্যের। কারণ, বিশ্ববিদ্যালয় আইন মোতাবেক ও সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান। বাংলার বিশ্ববিদ্যালয়গুলিতে সন্ত্রাস ও হুমকির বাড়বাড়ন্ত। দুর্নীতির অভিযোগও আছে এই ধরনের কিছু বিশ্ববিদ্যালয়ে হতে দেওয়া যাবে না। কড়া পদক্ষেপ নেওয়া হবে। অভিযোগের সত্যতা যাচাইয়ে আমি বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছি। তাঁরা নির্দেশ পাবেন।”

রাজ্যপাল শুক্রবার সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, তিনি নিজে থেকে মন্ত্রীকে অপসারণের সুপারিশ করেননি। রাজভবনে ই-মেল মারফত শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এসেছে। এবং শিক্ষামন্ত্রীকে সরানোর আবেদনও এসেছে। তিনি সেগুলিই রাজ্য সরকারকে জানিয়েছেন। এ বিষয়ে শিক্ষামন্ত্রী কটাক্ষের সুরে বলেন, “উনি আগের দিন যা বলেছেন তার থেকে একটু পিছিয়েছেন। উনি এক পা পিছিয়ে, দুই পা এগিয়ে, এভাবে এগোতে চাইছেন। সকালে বলছেন সুপারিশ করছি, বিকেলে বলছেন, না করছি না। বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ আগামীকাল প্রত্যাহার হয়ে যায় কিনা, সেটাও দেখতে হবে।”  তিনি জানিয়েছেন, অফিশিয়ালি বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ এখনও রাজ্য সরকার পায়নি। শিক্ষামন্ত্রী বলেন, “নির্দেশ কোথায় দিলেন, কাকে দিলেন, এখনও জানি না। পুরোটাই ধোঁয়াশায় পরিপূর্ণ ব্যাপার। আজ-কাল ছুটি আছে। সোমবার পাব আশা করি।” তদন্তের নির্দেশের পিছনে ‘কেয়ারটেকার’ উপাচার্যদের ভূমিকা রয়েছে বলে মত ব্রাত্যর। তাঁর কথায়, “সুপ্রিম কোর্ট যাদের বলেছেন, কেয়ারটেকার উপাচার্য, তাঁরা গোটা বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরির চেষ্টা করছেন। নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন। আমি চাইব, রাজ্যপাল তথা আচার্যের শুভবুদ্ধির উদয় হোক। দু’টোর সমাধানের রাস্তার মধ্যে একটি বেছে নিন।” একটি সমাধানের রাস্তা, সার্চ কমিটি সংক্রান্ত বিল বা মুখ্যমন্ত্রী সব বিশ্ববিদ্যালয়ের আচার্য করার বিলে স্বাক্ষর করা। দ্বিতীয়টি, রাজ্য সরকারের সঙ্গে মিলে কাজ করা। 

Latest