নিজস্ব প্রতিবেদন : প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নশ্বর দেহ বৃহস্পতিবার পিস ওয়ার্ল্ডেই রাখা থাকবে। শুক্রবার সকাল ১০:৩০ মিনিটে তাঁর মরদেহ পিস ওয়ার্ল্ড থেকে রাজ্য বিধানসভার উদ্দেশ্যে রওনা হবে। তারপর বেলা ১২টা থেকে ৩:৩০ মিনিট পর্যন্ত সিপিএমের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফফর আহমেদ ভবনে শায়িত থাকবে মরদেহ। এরপর, দেহ নিয়ে যাওয়া হবে সিপিএমের ছাত্র ও যুব সংগঠনের রাজ্য দফতর বন্ধু দীনেশ মজুমদার নামাঙ্কিত ভবনে। দীনেশ মজুমদার ভবন থেকে ৪টেয় শ্রদ্ধাজ্ঞাপনের পরে মিছিল করে দেহদানের জন্য নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্দেশ্যে হবে শেষযাত্রা। ভবিষ্যতের চিকিৎসার গবেষণার কাজে দান করা হবে দেহ। প্রসঙ্গত, ২০১০ সালের জানুয়ারিতে বুদ্ধদেবের পূর্বসূরি প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর দেহও দান করা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছাড়াও তাঁর অন্য আর এক পরিচয় কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো হিসেবে। বৃহস্পতিবার সকালে প্রাতঃরাশ সারার পরপরই অসুস্থতা আরও বাড়ে। ৮টা ২০-তে প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ২৯ জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। বেশ কয়েক দিন তাঁকে ভেন্টিলেশন (ইনভেনসিভ) সাপোর্টে রাখেন চিকিৎসকেরা। নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। ফুসফুস এবং শ্বাসনালিতে মারাত্মক রকমের সংক্রমণ ধরা পড়ে। হাসপাতালে প্রথম কয়েক দিন মূলত আচ্ছন্ন অবস্থাতেই ছিলেন বুদ্ধদেব। তবে ক্রমশ তিনি চিকিৎসায় সাড়া দেন। ১২ দিনের মাথায় ছেড়ে দেওয়া হয় তাঁকে। বাড়িতে ফিরিয়েও অবশ্য কঠোর বিধিনিষেধের মধ্যে রাখা হয়েছিল তাঁকে।
![](https://biplabisambaddarpan.com/content/images/2024/08/659-chief-minister-of-west-bengal-jyoti-basu-clicked-with-buddhadeb-image-88005500_20190715_190-transformed.jpeg)
![](https://biplabisambaddarpan.com/content/images/2024/08/659-buddhadeb-bhattacharjee-chief-minister-of-west-bengal---cpm-image-F218SN17_DVD0022-transformed.jpeg)