Skip to content

দুর্ঘটনার কবলে শ্যামলী পরিবহন পুরী থেকে কোলকাতা গামী বাস!

1 min read

নিজস্ব সংবাদদাতা :  ফের দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস! মঙ্গলবার ভোররাতে ২.৩০নাগাদ পুরী থেকে ফিরছিল যাত্রী বোঝাই বাস। আর তখনই ১৬ নম্বর জাতীয় সড়কের কাছে ঘটে দুর্ঘটনা। জানা যায় ঘটনায় গুরুত্বর আহত হন বাসের চালক, খালাসি-সহ বেশ কয়েকজন যাত্রী।ভোর রাতে বৃষ্টিতে না দেখতে পেয়ে জাতীয় সড়কের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই বাস আহত হলেন কমপক্ষে 5 জন! ভুবনেশ্বর থেকে ৫৩ জন যাত্রীদের নিয়ে যাচ্ছিল কলকাতার দিকে এই বাসটি(WB-76G-3667)

Latest