নিজস্ব সংবাদদাতা : শুক্রবার বিকালে আগারহাটি পঞ্চায়েতের মল্লিকপাড়ায় আবু তালেবের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাড়ি থেকেই বিপুল বিস্ফোরক উদ্ধার হয়। ঠিক কী কারণে এই হানা, তা এখনও স্পষ্ট নয়। তবে একজন মহিলা অফিসার-সহ সিবিআই আধিকারিকরা এদিন বিকালে গ্রামে হাজির হয় সিবিআই। সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। গ্রামে ঢুকেই আবু তালেবের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। বাড়ির মেইন গেট তালা বন্ধ এদিন। যা খবর, বাড়ির ভিতরে কেউই নেই।শুক্রবারের পর ফের শনিবার সন্দেশখালিতে সিবিআইয়ের টিম। তিনটি দলে ভাগ হয়ে গ্রামে গ্রামে পৌঁছে যান সিবিআইয়ের আধিকারিকরা। দফায় দফায় অভিযোগকারীদের বয়ান রেকর্ড করেছে সিবিআই।এছাড়াও ওই বাড়ি থেকে বেশকিছু নথি ও পরিচয় পত্র উদ্ধার হয়েছে। তার সঙ্গে ভুয়ো অস্ত্র লাইসেন্স ও নকল পুলিসের পরিচয় পত্রও পাওয়া গিয়েছে। এছাড়াও কয়েকটি গয়নার বাক্স পাওয়া গিয়েছে বলে খবর। কলকাতার নামী দোকান থেকে কালো টাকায় এইসব গয়না কেনা হয়েছিল বলে অনুমান সিবিআইয়ের। সূত্রের খবর, আবু শাহজাহানের বিশেষ ঘনিষ্ঠ। এই মুহূর্তে তিনি পলাতক। তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।