Skip to content

প্রকাশিত হল সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির রেজাল্ট!

নিজস্ব সংবাদদাতা : সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) দশম ও দ্বাদশ শ্রেণির রেজাল্ট প্রকাশিত হল। পরীক্ষা শেষের ৪১ দিনের মাথায় ফল ঘোষণা করল বোর্ড। এ বছর পাশের হার ৮৭.৯৮ শতাংশ। যা গত বছর ছিল ৮৭.৩৩ শতাংশ । অর্থাৎ এ বছর পাশের হার বেড়েছে ০.৬৫ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাশের হার ৮৫.১২ শতাংশ, মেয়েদের পাশের হার ৯১.৫২ শতাংশ এবং রূপান্তরকামীদের পাশের হার ৫০ শতাংশ ।এ বছর মোট ১৬৩৩৭৩০ জন পরীক্ষার্থী পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন। এর পর মোট ১৬২১২২৪ জন পরীক্ষা দিয়েছিলেন। এর মধ্যে পাশ করেছেন ১৪২৬৪২০ জন। পাশের হারের নিরিখে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে থিরুবনন্তপুরম। পাশের হার ৯৯.৯১ শতাংশ। মোট ৬টি ওয়েবসাইটে দেখা যাচ্ছে ফল।
সেগুলি হল, cbsc.nic.in, cbse.gov.in, cbseresults.nic.in, results.cbse.nic.in, digilocker.gov.in ও results.gov.in। এছাড়া মোবাইল অ্যাপ ও এসএমএসেও ফল জানার সুযোগ রয়েছে। এদিকে মেদিনীপুর শহরের ডিএভি পাবলিক স্কুলের ফলাফলও এবর বেশ ভালো হয়েছে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। জানানো হয়েছে, দ্বাদশ শ্রেণির মেঘনা হাজারি বিজ্ঞান শাখা থেকে ৯৮ শতাংশ নম্বর পেয়েছে। মেঘনাই বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর প্রাপক। এছাড়াও, অদ্রিজা পড়িয়া পেয়েছে ৯৭.২ শতাংশ নম্বর। অপরদিকে, সিবিএসই দশম শ্রেণির ফলাফল অনুযায়ী, সোহম আচার্য ৯৮.৬ শতাংশ নম্বর পেয়ে স্কুলের প্রথম হয়েছে। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিদ্যালয়ের ১১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৯ জন শিক্ষার্থী ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে। বিদ্যালয়ের অধ্যক্ষ "বনমালী বিশওয়াল" সকল ছাত্র- ছাত্রীদের শুভেচ্ছা জানান ও সাফল্য কামনা করেন।

Latest