Skip to content

রাজনারায়ণ বসুর ২০০ তম জন্মদিবস পালন করলো এম আর সি সি!

1 min read

নিজস্ব সংবাদদাতা:যথাযোগ্য মর্যাদার সঙ্গে ভারতীয় জাতীয়তাবাদের পিতামহ রাজনারায়ণ বসুর ২০০ তম জন্মদিবস পালন করলো অবিভক্ত মেদিনীপুরের প্রাচীনতম প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ১৯৮১ তে প্রতিষ্ঠিত মেদিনীপুর রিহ্যবিলেটেশন সেন্টার ফর চিলড্রেন। বিদ্যাসাগরের প্রস্তাবে সাড়া দিয়ে মেদিনীপুরকে ভালোবেসে কলকাতার স্বনামধন্য সংস্কৃত কলেজের অধ্যাপনার কাজ ছেড়ে মেদিনীপুর জিলা স্কুলে বর্তমানে যা কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষকের (কর্মরত ছিলেন ২১.০১. ১৮৫১- ০৬. ০৩. ১৮৬৬) দায়িত্ব নেন ঋষি রাজনারায়ণ বসু। শিক্ষকতার সময় একাধিক উন্নয়নমূলক কাজের পাশাপাশি স্বাধীনতার বীজ বাপন করেছিলেন।

এই মহান মনীষীর জীবনের বিভিন্ন দিক নিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার সহ সম্পাদক অমিত কুমার সাহু,প্রধান অতিথি মেদিনীপুর কলেজিয়েট স্কুলের(প্রা:) দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব কর, সংস্থার সম্পাদক নন্দদুলাল ভট্টাচাৰ্য ।উপস্থিত ছিলেন শিক্ষক সঞ্জয় কুন্ডু, শাশ্বতী দাস হাজরা, অরূপ ঘড়া, দীপাঙ্কুশ ঘোষ, কাকলি রায় , সুস্মিতা দে, শিবপ্রাসাদ মিশ্র, সঞ্জয় মাইতি সহ শিক্ষক শিক্ষিকা, ডি এল এড ছাত্ৰ ছাত্রী, বিশেষ চাহিদার সম্পন্ন ছাত্ৰ ছাত্রী ও অভিভাবকরা ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোর্স কো অর্ডিনেটর সনাতন হাজরা।

Latest