Skip to content

৭৪৮টি ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার!

নিজস্ব প্রতিবেদন : ১লা এপ্রিল থেকে ৭৪৮টি ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর জীবনদায়ী ওষুধের এই মাত্রাতিরিক্ত দামবৃদ্ধি আমজনতার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। মঙ্গলবার থেকে বৃদ্ধি পাচ্ছে। পাইকারি মূল্যবৃদ্ধির সূচক মেনে ওই সমস্ত ওষুধের ‘এমআরপি’-র উপরে ১.৭৪ শতাংশ হারে দাম বৃদ্ধিতে সবুজ সঙ্কেত দিয়েছে ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি’ (এনপিপিআর)। সেই তালিকায় প্যারসিটামল, কাশি, সুগার, বাত, কৃমি, রক্তচাপ নিয়ন্ত্রণ, ঘুম, ভিটামিন, কোষ্ঠকাঠিন্যের মতো সাধারণ ওষুধ থেকে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক-সহ বিভিন্ন রোগের ট্যাবলেট, ইঞ্জেকশন আছে। কেন্দ্রকে নিশানা করে মমতার কটাক্ষ, ''কীভাবে চিকিৎসা করাবে মানুষ তাঁরা ভাবে না। ডাক্তার যখন এই ওষুধগুলি লিখবেন তখন গরিব মানুষ তা কিনতে পারবেন না। তাহলে কেন্দ্রীয় সরকার আছে কীসের জন্য? এই সিদ্ধান্ত কি একটি শ্রেণির জন্য নেওয়া হচ্ছে, যারা কোটি কোটি টাকা দিয়ে চিকিৎসা করাতে পারে? শুধুমাত্র ওদের জন্য সরকার চলবে?''ওষুধের দাম বৃদ্ধির ইস্যুতে পথে নামারও ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ৪ এবং ৫ তারিখ রাজ্যের প্রতি ব্লক এবং ওয়ার্ডে বেলা ৪টে থেকে ৫টা প্রতিবাদ মিছিল করার আহ্বান জানিয়েছেন মমতা। তাঁর কথায়, ''আমি এই দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ করছি। বর্ধিত দাম যাতে দ্রুত প্রত্যাহার করা হয়, সেই আর্জি জানাচ্ছি।'' মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, কেন স্বাস্থ্যবিমায় জিএসটি বসানো হবে, কেন বারবার এভাবে ওষুধের দাম বাড়ানো হবে? কেন হীরেতে জিএসটি নেই, জিরেতে আছে, তার জবাব চেয়েছেন তিনি।

Latest