নিজস্ব সংবাদদাতা : ৩১ জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা ইডি। গ্রেফতারির আগে মুখ্যমন্ত্রিত্বে ইস্তফা দিয়েছিলেন তিনি। রাঁচীর বিরসা মুন্ডা জেল থেকে বেরোনোর এক সপ্তাহের মাথাতেই নতুন করে জেএমএম-কংগ্রেস-আরজেডি জোটের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য আবেদন জানান হেমন্ত সোরেন। পাঁচ মাস বন্দি থাকার পর গত ২৮ জুন ঝাড়খণ্ড হাই কোর্টের নির্দেশে মুক্তি পান হেমন্ত। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর চেয়ারে আবার ফিরতে চলেছেন হেমন্ত সোরেন।দলীয় সূত্র মারফত জানা যাচ্ছে জেএমএম পরিষদীয় দলের বৈঠকে। আনুষ্ঠানিক প্রস্তাব গৃহীত হয়েছে বুধবারই মুখ্যমন্ত্রী চম্পই সোরেনকে সরিয়ে হেমন্তকে ফেরানোর বিষয়। ২০০৫ সাল থেকে টানা চার বারের এই জেএমএম বিধায়ক গোটা সিংভূম অঞ্চলের প্রভাবশালী নেতা। সেখানে ‘টাইগার’ নামে তিনি পরিচিত।