Skip to content

ছাভা : ছত্রপতি শম্ভাজি মহারাজের গল্প!

1 min read

নিজস্ব সংবাদদাতা :  ছত্রপতি শম্ভাজি মহারাজের জীবনের ঘটনাবলি নিয়ে তৈরি ঐতিহাসিক অ্যাকশন ড্রামা ‘ছাভা’। কে এই ছত্রপতি শম্ভাজি? ইতিহাসের পাতায় তাঁর কী ভূমিকা? জানতে হলে ঢুকতে হবে ইতিহাসেই।

এ সিনেমায় শম্ভাজির চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। অন্যদিকে আওরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না। ঐতিহাসিক এ দুই চরিত্র একে অন্যের প্রতিদ্বন্দ্বী ছিল। এছাড়া তাদের মধ্যে বৈরিতা এত বেশি ছিল যে তারা পরস্পরকে ঘৃণা করতেন। সম্প্রতি ছাভার পরিচালক জানালেন, সিনেমার সেটে ভিকি ও অক্ষয় একে অন্যের সঙ্গে কথা বলেননি। আওরঙ্গজেব ও শম্ভাজির মধ্যে যে দূরত্ব ছিল, সেটা সিনেমায় আনার জন্য এ কাজ করেছেন দুজন। বলিউড হাঙ্গামার সঙ্গে সাক্ষাৎকারে লক্ষ্মণ বলেন, ‘সিনেমায় একই সঙ্গে অভিনয় করলেও তাদের দেখা হতো না। যে দৃশ্যে তাদের মুখোমুখি দ্বৈরথের দৃশ্য আছে, সেদিনই প্রথম তাদের দেখা হয়েছিল।’ ছত্রপতি শিবাজির মৃত্যুর পরে মুঘলরা যখন মারাঠা সাম্রাজ্য দখল করতে মরিয়া হয়ে উঠেছিল ঠিক সেইসময় শিবাজির যোগ্য উত্তরসূরি হিসাবে রুখে দাঁড়ান তাঁর জেষ্ঠ্যপুত্র শম্ভাজি মহারাজ, যিনি ইতিহাসে শম্ভুরাজ নামেও পরিচিত। ঔরঙ্গজেবের রক্তচক্ষু উপেক্ষা করে মারাঠা সাম্রাজ্যকে বাঁচাতে শম্ভাজি ঐক্যবদ্ধ করেছিলেন মারাঠাদের।

Latest