Skip to content

চিনে চওড়া হচ্ছে অজানা নিউমোনিয়ার থাবা, বিশেষ সতর্কতা জারি করল ৫ রাজ্যে!

1 min read

নিজস্ব প্রতিবেদন : চিনে করোনার মতোই মহামারির আকার নিতে চলেছে অজানা নিউমোনিয়া। বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে এই ফুসফুসের সংক্রমণে। বেজিং সহ উত্তর চিনের একাধিক প্রদেশে ইতিমধ্য়েই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এদিকে, চিনের সংক্রমণ বাড়তেই উদ্বিগ্ন কেন্দ্রও। জারি করা হয়েছে সতর্কবার্তা, দেশের সমস্ত হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এবার বিভিন্ন রাজ্যের তরফেও সতর্কতা জারি করা হল। রাজস্থান, কর্নাটক, গুজরাট, উত্তরাখণ্ড ও তামিলনাড়ু সরকারের তরফেও সতর্কতা জারি করা হল। রাজ্য সরকারগুলি সমস্ত হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিকে ফুসফুসের সংক্রমণে আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে।

Latest