Skip to content

কয়লা পাচার মামলায় আসানসোলের বিশেষ আদালতে চার্জগঠন পিছিয়ে গেলো !

নিজস্ব সংবাদদাতা :  কয়লা পাচার মামলায় আসানসোলের বিশেষ আদালতে চার্জগঠন হওয়ার কথা। ৪৮ জনের বিরুদ্ধে চার্জ দেওয়া হবে। কিন্তু অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রর অনুপস্থিতিতে চার্জগঠন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রবিবার কলকাতার কালীঘাট থানার পুলিশ নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করে বিকাশ মিশ্র। আসানসোলের বিশেষ আদালতের বিচারক আবার বিকাশ মিশ্রকে ছাড়া চার্জগঠনে নারাজ। সূত্রের খবর, তিনি প্রেসিডেন্সি জেলে মেল পাঠিয়ে বিকাশকে ভারচুয়ালি হাজির করানোর আবেদন জানালেন। সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী অবশ্য বলেন, ”যেমন করে হোক, আজই চার্জফ্রেম হবে। বিকাশের জেল হবে নয়তো পুলিশ হেফাজত হবে।” তাই প্রেসিডেন্সি জেলে বা কালীঘাট থানা, যেখান থেকে হোক ভারচুয়ালি হাজির করানো হবে বিকাশকে।উল্লেখ্য, কয়লা পাচার মামলায় সিবিআই মোট তিনটি চার্জশিট আসানসোল সিবিআই আদালতে জমা দিয়েছে। তাতে ৫০ জনের নাম আছে। তার মধ্যে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র। আর একজন শুনানি চলাকালীন একজন মারা গেছেন। যে কারণে সিবিআইয়ের মোট ৪৮ জনের নামে চার্জ গঠন করার কথা। ইতিমধ্যেই চার্জ গঠনের প্রক্রিয়ায় কার বিরুদ্ধে কোন ধারা দেওয়া হয়েছে তা সিবিআই আদালতে জানিয়েছে। পরবর্তী শুনানি দিন ঘোষণা করা হয়েছে আগামী ১০ ডিসেম্বর।

Latest