Skip to content

কোচবিহার শহরে বাজি পোড়ানো নিয়ে অশান্তি,এসপি দ্যুতিমান ভট্টাচার্য বদলি!

নিজস্ব সংবাদদাতা :  ঘটনার সূত্রপাত, কোচবিহার শহরে ৯ নম্বর ওয়ার্ডে রয়েছে পুলিশ সুপারের বাংলো। তাঁর বাংলোর পাশেই সোমবার রাত ১২টা নাগাদ বাজি পোড়াচ্ছিলেন কয়েকজন। অভিযোগ, কোনও সতর্কতা ছাড়াই হঠাৎই পুলিশ সুপার এবং আরও কয়েকজন পুলিশকর্মী বাজি পোড়াতে থাকা কয়েকজন নাবালক এবং কয়েকজন মহিলাকে মারধর করেন। কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য-কে পদ থেকে সরিয়ে দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

WhatsApp Image 2025-10-23 at 20.26.50

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দ্যুতিমান ভট্টাচার্যকে রাজ্য সশস্ত্র বাহিনীতে বদলি করা হচ্ছে। তিনি আপাতত থার্ড ব্যাটেলিয়নের কমান্ডো বাহিনীর অফিসার হিসেবে দায়িত্ব সামলাবেন। তাঁর জায়গায় কোচবিহারের নতুন পুলিশ সুপার হিসেবে নিযুক্ত হয়েছেন সন্দীপ কাড়ার, যিনি এতদিন পশ্চিমাঞ্চলের ডিসি পদে কর্মরত ছিলেন। অবশ্য রাজ্য পুলিশের তরফে এটিকে রুটিন বদলি বলে জানানো হয়েছে।

Latest